ওয়ালটন এর সেরা ফোনগুলো ১৫ হাজার টাকার আশেপাশে

১৫ হাজার টাকা এবং এর আসে পাশের বাজেট এর ভেতর ওয়ালটন এর রয়েছে বেশ কয়েকটি স্মার্টফোন। আর এসব স্মার্টফোন দাম হিসেবে যেমন ফিচারফুল তেমনই দেখতেও যথেষ্ট আকর্ষণীয়।

Primo S6 Dual

১৪৯৯৯ বা ১৫০০০ টাকায় পাওয়া যাবে ওয়ালটন প্রিমো এস৬ ডুয়াল স্মার্টফোনটি। ওয়ালটন সুন্দর নীল এবং কালো কালারে বাজারে এনেছে তাদের আরেকটি আকর্ষণীয় স্মার্টফোন প্রিমো এস৬ এর সাক্সেসর প্রিমো এস৬ ডুয়াল। প্রিমো এস৬ এর তুলনায় এর মুল পার্থক্যটা হল এর রিয়ার প্যানেলের ডুয়াল ক্যামেরা মডিউল, যা এস৬ এ ছিল না।

ডিভাইসটি লেটেস্ট  অ্যান্ড্রয়েড ৮.১.০ অপারেটিং সিস্টেম চালিত, যা সত্যিই অ্যান্ড্রয়েড প্রেমী বিশেষ করে যারা লেটেস্ট আপডেটে থাকতে ভালোবাসেন তাদের জন্য দারুন খবর।

  • ৪জি সাপোর্টেড স্মার্টফোন
  • মেড ইন বাংলাদেশ
  • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ
  • অ্যান্ড্রয়েড ৮.১.০ অরিও অপারেটিং সিস্টেম
  • ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

Primo S6 Infinity

এস সিরিজের অন্যসব স্মার্টফোনের সাফল্যের ধারাবাহিকতায় ওয়ালটন এর এস লাইনআপের আরেকটি স্মার্টফোন ওয়ালটন প্রিমো এস৬ ইনফিনিটি। মূলত এর কম বেজেলের ডিসপ্লে এবং ডিসপ্লেটি ১৮:৯ হওয়ার কারনে একে ইনফিনিটি নাম দেয়া হয়েছে। দাম এর দিক দিয়ে বলতে হলে এটি একটি মিড বাজেট স্মার্টফোন।

কেননা এর দাম নির্ধারন করা হয়েছে ১৫৪৯০ টাকা বা বলা যায় ১৫৫০০ টাকা।

  • কোয়াডকোর ১.৩ গিগাহার্জ সিপিইউ
  • মালি টি-৭২০ জিপিইউ
  • ৩ জিবি ডিডিআর৩ র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনারনাল স্টোরেজ
  • অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম
  • সামনে ৮ মেগাপিক্সেল এবং পিছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি

Primo RX6

অত্ত্যান্ত সুন্দর মার্জিত শুরুচিপূর্ণ এবং বাঁকানো পিছন পৃষ্ঠ নিয়ে ওয়ালটন বাজারে নিয়ে এল তাদের অত্ত্যান্ত সুন্দর এবং স্টাইলিস স্মার্টফোন প্রিমো আর এক্স ৬; ওয়ালটন এর আর এক্স সিরিজ এর সকল স্মার্টফোন যে ডিজাইন এর দিক দিয়ে অনেক আকর্ষণীয় হয় তা ইতিমধ্যে ওয়ালটন এর আর এক্স সিরিজ এর ব্যবহারকারিরা দেখেছে।

আর নতুন আর এক্স ৬ সেই ধারার কোন বিপরীত কিছু নয়। আন্ড্রয়েড অরিও ৮.১ চালিত ৪জি এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে ১৪, ৯৯৯ তথা ১৫ হাজার টাকায়।

  • ৫.৭ ইঞ্চি এইচডি ১৮ঃ৯ রেসিও ফুল এইচডি ডিসপ্লে
  • ১.৪৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

এই ছিল ১৫ হাজার টাকার বাজেট রেঞ্জে ওয়ালটন এর সেরা কতগুলো স্মার্টফোন। এগুলো সবগুলি নিজস্ব ডিজাইন এবং ফিচারস এর দিক দিয়ে অন্যোন্য, তো আপনি আপনার যেটা পছন্দ সেটা কিনে নিতে পারেন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস