Look At Advertisements And Judge Them – Figure 8 Mini Jobs

তোমাকে অবশ্যই এই নতুন নিয়মগুলি পরতে হবে। তুমি যদি এই কাজটি না বোঝ তাহলে quiz mode এ ফেল করবে।

এটি একটি পরীক্ষামূলক কাজ। আমার জানা মতে এটি একটি কঠিন কাজ এবং তাই তোমার accuracy শুধুমাত্র এই কাজের মধ্যেই গণনা করা হবে এবং তোমার মূল accuracy তে কোন প্রভাব পড়বে না।

এই প্রশ্নটি “unfair” বা “but I answered so and so” এই কথাগুলি গ্রহণযোগ্য নয় কারণ তোমার মূল accuracy তে কোন প্রভাব পড়বে না। তাই কেন প্রশ্নটি ভুল সেটি ভালোভাবে ব্যাখ্যা কর। যদি তোমার কারণটি যথাযথ হয় তবে আমি প্রশ্নটি ঠিক করব।

সংক্ষিপ্ত বিবরণ

 

তোমাকে বিজ্ঞাপণে দেখানো প্রাথমিক product, brand, বা company বুঝতে হবে। তাই এটি বোঝার জন্য নিচের নিয়ম গুলো দেখঃ

 

  1. The ad– শুরুতে একটি stationary image, an animated gif, or a flash video ad থাকবে। ২। Guidance Questions – দ্বিতীয় ভাগে ad সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে হবে। ৩। Guide Prompt and Answer – তুমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পর শেষ ভাগ আসবে। এটি বলবে ad এর কোন অংশটি database এ চেক করতে হবে। আরও তথ্যের জন্য নিচের উদাহারন গুলো দেখ।

 

প্রস্তুতি

 

এই কাজে তোমাকে নিশ্চিত করতে হবে যেঃ ad blocking extensions disabled করতে হবে + সঠিক browser ব্যবহার করতে হবে (Chrome or Internet Explorer) + Adobe Flash ইন্সটল থাকতে হবে।

 

প্রক্রিয়া

 

  • Ad যাচাই কর ও সকল advertisers, brands, products চিহ্নিত কর।
    • যদি ad টি এ English না হয় তবে an ad but not in English হিসেবে মার্ক কর।
  • যথাযথ ভাবে প্রশ্নের উত্তর দাও।
    • প্রশ্নের উত্তর গুলো দেওয়ার জন্য একটা বক্স পাবে যা তোমাকে বলে দিবে ad এর কোন অংশটি submit করতে হবে।
  • advertiser, brand or product auto complete database এ আছে কিনা সেটা জানার জন্য সবসময় প্রাথমিক text box চেক কর।
    • যদি একাধিক শব্দ থাকে তবে দয়া করে একাধিক combinations চেক করে দেখ।
    • Spaces এবং word spacing লক্ষ্য কর।
    • সবসময় লিস্ট থেকে নিকটতম মিল বেছে নাও (যদি থাকে)
    • যদি ad টি McDonald's BigMac এর হয়ে থাকে তবে 'McDonald's - BigMac' খুঁজতে হবে।
    • যদি শুধু McDonald's এর ad  হয় তবে সঠিক উত্তর হবে শুধু 'McDonald's', এছাড়া অন্য কিছু দিলে ভুল হবে।
    • শুধু ad এ যা দেখা যাবে সেটাই submit করতে হবে।
    • এরপর dropdown list এ ক্লিক করে উত্তর save করবে।
  • যদি তুমি good match না পাও, চেকবক্স এ ক্লিক কর যেখানে বলা আছে "It's not on the list!"।
    • ঠিক যেভাবে আছে সেভাবেই advertiser, brand or product লিখতে হবে। Capitals and spacing are important.

 

সংজ্ঞা

 

Advertiser – যে কোন কিছু হতে পারে যেমন- Company, brand, product ইত্যাদি।

Brand – এটি পণ্যের ধরন যার নির্দিষ্ট নাম আছে। যেমন- Bounty Towels, Coca Cola Soft Drinks, BMW M5

Product – বিক্রি করার জন্য যে পণ্য উৎপাদন বা refine করা হয়।

 

 

খুঁজে পাওয়ার গাইডলাইন

 

  • এখানে কি একটি পরিস্কার একক advertiser দেখা যায়
    • কত ভালোভাবে তুমি এটি দেখতে পাচ্ছ? যদি product এর একটি নির্দিষ্ট মডেল দেখতে পাও, তবে সেটা গ্রহণ কর।
    • যদি product list এ একটি নির্দিষ্ট মডেল দেখতে না পাও, তবে অন্য product গ্রহণ কর। যেমন- ad টি BMW 328i এর জন্য কিন্তু BMW 328i নাই তবে BMW আছে।
    • মাঝে মাঝে Advertisers রা নিজেদেরকে ad এর মাঝে যে website আছে সেখানে দেখতে পায়, কিন্তু ad এর মধ্যে যে product থাকে সেখানে দেখতে পায় না। যেমন- তুমি ad এর মধ্যে iPad দেখবে কিন্তু ad টি অন্য একটি ওয়েবসাইট প্রসঙ্গে যেমন “nationalconsumercenter.com” যেটা পরিস্কারভাবে Apple এর নয়। এই ad গুলো ওয়েবসাইট এর জন্য product এর জন্য নয়।

 

  • সেখানে কি একাধিক advertiser আছে?
  • এখানে একটি single product এর সাথে advertiser বা distributor কেও দেখানো হয় (e.g. you see a Best Buy ad for a Dell laptop or an AT&T ad that mentions an Apple iPhone)?
    • Product এর চেয়ে distributor কেই প্রাধান্য দেওয়া হয় (যেমন- ad টি Best Buy এর ad হিসেবে ধরা হয় Dell laptop এর নয়)। কিছু ব্যতিক্রম ছাড়া যেমন- telecommunications and online store advertisers
    • কিছু ad কঠিন হতে পারে এবং এক্ষেত্রে ad এর মাঝে যে message আছে সেটা দিয়ে advertiser নির্ধারণ করতে হবে। telecom companies এর ad যেমন- T-Mobile বা Sprint এর mobile service সম্পর্কে message ads থাকতে পারে এবং কোন company এর device উৎলেখ থাকতে পারে যেমন- Samsung বা Apple (এটি বর্তমানে available আছে)। যদি messaging centers কোন service সম্পর্কে হয় (e.g. wireless plan pricing, free or discounted phone), তবে ad এ নির্দিষ্ট device দেখালেও সেটি বর্তমানে একটি service সম্পর্কে হবে। যদি messaging center কোন device সম্পর্কে হয় (e.g. camera, battery life), ), তবে ad এ নির্দিষ্ট পরিবেশক দেখালেও সেটি বর্তমানে একটি device প্রস্তুতকারক সম্পর্কে হবে।
    • কিছু ad এ online stores দেখাতে পারে যেমন- Google Play বা Apple iTunes যা সঠিক advertiser নির্ধারণ করা কঠিন হয়ে যায়। online stores যেমন- Google Play বা Apple iTunes এর ক্ষেত্রে secondary advertiser relationship কে সঠিক ধরা হয় যা পরে আলোচনা করা হবে।

 

  • Advertisersponsor এর মধ্যে কি কোন সম্পর্ক আছে (যেমন- a rock concert sponsored by Virgin Mobile)?
    • যদি থাকে, তবে  presenting sponsor প্রাধান্য পাবে (যেমন- এটি একটি Virgin Mobile ad)
    • যদি presenting sponsor না থাকে (যেমন- একাধিক নামী sponsor), তবে sponsored প্রাধান্য পাবে।
    • যদি product এর লিস্টে sponsor থাকে তবে product এর লিস্টে sponsored product থাকে তবে ad টি sponsored product হিসেবে বিবেচিত হবে।

 

  • একাধিক advertisers এর মধ্যে অন্য ধরনের অংশীদারিত্ব থাকে (যেমন- অলাভজনক সংস্থা এর সাথে government agency এর অংশীদারিত্ব বা দুইটি অলাভজনক সংস্থা এর মধ্যে সহযোগীতা)
    • যদি তাই হয় তবে দেখ ad এ কি বলা আছে। বর্তমানে ad টি advertiser কে নির্দেশ করে।
    • যদি product এর লিস্টে প্রাসঙ্গিক organization না থাকে কিন্তু ad এ কমপক্ষে একটিমাত্র organization উপস্থিত থাকে তবে সেটি নিতে হবে।

 

  • Ad single advertiser কে প্রাধান্য দেওয়া হয়েছে যখন সেখানে দ্বিতীয় advertiser ও উপস্থিত আছে (যেমন- Zynga games এর Ad এর নিচে Facebook logo দেখা যায় বা Facebook এর reference থাকে)?
    • যদি তাই হয় তবে dominant advertiser কে প্রাধান্য দিতে হবে। এখানে Zynga শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য এবং এই game টি খেলতে হলে Facebook যেতে হবে। একইভাবে computer ad এর নিচের কোনায় Intel logo দেখা যায়; কিন্তু এটি কোন advertiser নয় (মুলত computer প্রস্তুতকারক হল advertiser)
    • যদি product এর লিস্টে dominant product না থাকে, তবে advertise টি secondary advertiser এর বলে বিবেচিত হবে। যদি সেখানে শুধুমাত্র small logo বা মজুত আছে (যেমন- iTunes বা Google Play তে মজুত আছে), তবে secondary advertiser কে advertiser হিসেবে বিবেচনা করা যাবে না।

 

  • যদি নির্দিষ্ট কোন  advertiser না থাকে, তবে কেন এটি বাদ দিবে তা লেখ (যেমন- company logo বা website)

Ad টি ভালভাবে দেখ ও বোঝার চেষ্টা কর যে এখানে কোন নির্দিষ্ট advertiser নাই। এটি কোন প্রচারমূলক product এর Ad কিন্তু কোন উত্পাদক এর product এর বিজ্ঞাপণ নয় (যেমন- ad that says "Win an Apple iPhone")।

Examples

একটি আদর্শ unit কিভাবে complete করতে হবে সেটা আমরা এখানে দেখতে পাই। কোন brands, products or advertisers আছে কিনা সেটা ad এ খুঁজে দেখি। ad এর সাথে মিলে যায় এমন প্রশ্নের উত্তর দেই। আমরা প্রশ্ন চেক করে জানতে পারি কি ধরনের উত্তর আমাদের দিতে হবে। প্রথমে আমরা database এ টাইপ করে চেক করি এটি auto আশাকরি।

Example 1: A Store Ad

 

Level 0

আমি ফয়সাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস