আসসালামুলায়কুম প্রিয় ভিউয়ার তো আজকে আমরা শিখব AutoCAD এ কিভাবে পেজ সেটআপ করতে হয়।
সর্ব প্রথমে আমরা AutoCAD Software টি অপেন করবো।
তারপর Start Drawing এর উপর ক্লিক করব।
AutoCAD এর আইকন এর উপর ক্লিক করবো। ঠিক নিচের চিত্র এর মত
এখান হতে Drawing Utilities এ ক্লিক করে এখান হতে units এ ক্লিক করতে হবে
তাহলে units এর একটি dialogue box open হবে
এখান হতে length type হবে Architectural বা Engineering
তারপর precision 0'-0"
এরপর unit to scale inserted content inch দিতে হবে
এরপরে international সিলেক্ট করে ok button এ ক্লিক করতে হবে
এরপর কী বোর্ড হতে limits লিখে enter প্রেস করতে হবে
তারপর specify lower left corner ০' কমা চিহ্ন দিয়ে ০' লিখে enter দিতে হবে
তারপর specify upper right corner ২০০' কমা চিহ্ন দিয়ে ২০০' লিখে enter দিতে হবে
Then z লিখে enter এবং a লিখে enter দিতে হবে।
আরো বিস্তারিত ভালভাবে জানতে ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন
আমি রনি খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।