গুগলের এমন সব ব্যবহার যা জানালে আপনার দিন দারুণ কাটবে
১) আপনার স্ক্রিন কাত্ হয়ে যাবে-
হ্যাঁ, গুগল সার্চে গিয়ে লিখুন 'tilt'। দেখবেন আপনার স্ক্রিন কেমন যেন কাত্ হয়ে গেছে। (দেখুন এখানে)
২) গুগল ইমেজে 'Atari Breakout' লিখলে দারুণ একটা গেম খেলা যাবে।
গুগলে নানা কাজ করে ক্লান্ত। নিন একটু গেম খেলে নিন। গুগল ইমেজে লিখুন 'Atari Breakout'।
৩) গুগলে টস করা যায়-
হ্যাঁ, গুগল সার্চে গিয়ে লিখুন ফ্লিপ আ কয়েন। দেখবেন আপনার হয়ে কয়েনের হেড, টেল করে দেবে গুগল। দেখে নিন আপনার কী পড়ল।
৪) গুগলে লাভ কোট পাওয়া যায়-
ভালবাসার মানুষকে একটু ভালবাসার কথা, গুরুত্ব, গভীরতা মনে করিয়ে দিতে চান। নিন গুগলে গিয়ে লিখুন 'লাভ কোট'(LOVE QUOTE)। দেখবেন প্রতি বার নানা সুন্দর সুন্দর লাভ কোট আসছে। কষ্ট করে অন্য কোন ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই।
৮) গুগল আপনার সার্চ রেজাল্ট খেয়ে ফেলবে
হ্যাঁ, গুগল সার্চে গিয়ে লিখুন 'ZERG RUSH'। দেখবেন ধীরে ধীরে কিছু গোল বল আপনার সার্চ রেজাল্ট খেয়ে নিতে শুরু করেন।
ধন্যবাদ।
আমি ডিজিটাল মার্কেটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Customizer and Digital Marketer.