পরম করুনাময় ও অশেষ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। টেক টিউনস এর সবাই কেমন আছেন? আমি ভাল আছি আপনাদের দোয়ায়। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমুলেটর। অনেকের প্রশ্ন আসবে ইমুলেটর আবার কি? আসলে ইমুলেটর হচ্ছে এমন একধরনের সফটওয়্যার যা দ্বারা আপনি অ্যান্ড্রয়েড মোবাইল এর সবগুলো অ্যাপস রান করতে পারবেন। সোজা কথায় যদি বলতে যাই তাহলে বলব যে আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপ কম্পিউটারের সাথে যুক্ত করুন নতুন একটি মোবাইল ভার্সন।
এটির উল্লেখ্য যোগ্য সুবিধা কি কি?
1.এটি সর্ম্পূন এড মুক্ত ইমুলেটর যা আপনাকে বিরক্ত করবে না।
2.এই ইমুলেটর আপনার কম্পিউটার কে স্লো করবে না।
3.এর মেগাবাইট ও কম।
4.অ্যান্ড্রয়েড এর সকল অ্যাপস আপনি এখানে ব্যবহার করতে পারবেন।
5.একই সাথে মোবাইল এবং পিসি এ দুইটি পাচ্ছেন যা আপনার কম্পিউটারের ব্যবহারের এক্সপিরেন্স বদলে দিবে।
এই ডাউনলোড লিংক থেকে সফটও্য়্যারটি ডাউনলোড করে নিন।
Download
আমার সাইট ঃ TrickMale.tk
আমি মোঃ ফজলে রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।