Hi.!
বন্ধুরা কেমন আছেন সবাই.?
আশাকরি সবাই ভাল ঐ আছেন.।
আর ভাল না থাকলে ও সমস্যা নেই.।
আজ আমি নতুন টিউনার হিসেবে আপনাদের জন্য যে নতুন চমক নিয়ে এসেছি,
তার জন্য কেউ ভাল না তাকলেও ভাল হয়ে যাবেন.।
আমাদের মধ্যে অনেকেই আছে “যে ভাইয়া আমি নতুন উইন্ডোজ কম্পিউটার কিনলাম কিন্তু, সেই কম্পিউটারের
জন্য প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে পাচ্ছিনা। আবার ইন্টারনেটে যাই পাচ্ছি সব সফটওয়্যার ঐ এক সাপ্তাহ, পনেরো দিন বা
এক মাসের ট্রায়েল, তারপর সফটওয়্যার বন্ধ হয়ে যায় এবং ডলার চায়। বাজার থেকে ৪০ টাকা দিয়ে সফটওয়্যারের ডিভিডি
কিনলাম সেটা দিয়ে ও কাজের কাজ কিচ্ছু হল না এবং বাজারে প্রয়োজনীয় সকল সফটওয়্যারের ডিভিডি পাচ্ছি ও না”।
আবার যারা কম্পিটারের পুরাতন ব্যবহার কারি তারাও মাঝে মাঝে অনেক ভাল সফটওয়্যারের জন্য বিভিন্ন স্থানে খুঁজে খুঁজে
হতাশ হচ্ছেন।
ঠিক তাদের জন্য আজ একটি ওয়েব সাইটের লিংক দিচ্ছি.!
মন চাইলে লাল CLICK HERE বাটনে ক্লিক করে ভিজিট করে দেখে আসতে পারেন.!
আমি আজিজ মজুমদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
To get IT related tips and Software downloads link .. Visit here: http://techadvices.org