বাংলাদেশের অনলাইন শপিং এ আরো স্পেশালিটি যোগ করতে চলে এলো price of market. এখন থেকে দেশের যেকোন শপার চাইলেই তার পণ্যটি সারা দেশে ডেলিভারী করতে পারবে প্রাইজ অফ মার্কেটের মাধ্যমে।
প্রাইজ অফ মার্কেট হলো একটি অপেন বাই সেল মার্কেটপ্লেস যেটা প্রচলিত বাই সেল মার্কেটপ্লেস থেকে একটু ভিন্ন প্রকৃতির। এখানে আপনার পণ্যের মার্কেটিং করা হবে একদম প্রোফেশনাল পদ্বতিতে। মানে প্রাইজ অফ মার্কেটের টিম মেম্বাররাই আপনার পন্যের মার্কেটিং করে দিবে। ফলশ্রুতিতে আপনার পণ্যেও অনেক বেশী সেল হবে।
খুব সহজেই আপনি প্রাইজ অফ মার্কেট একাউন্ট তৈরী করে আজই বিক্রি শুরু করতে পারেন।
এছাড়াও আমরা বাংলাদেশে প্রচলিত পণ্যের সঠিক দাম নিয়েও গ্রাহকদের গাইডলাইন দিয়ে থাকি। যেমনঃ Laptop price in Bangladesh এবং mobile price in Bangladesh ইত্যাদি গুরুত্বপূর্ন ইলেকট্রনিক্স এর দাম সম্পর্কে আপনি পাবেন পূর্ন গাইডলাইন। এর ফলে কোন শপার আপনাকে ঠকাতে পারবে না। আপনি আগে থেকেই সেই পণ্যের গুনগত মান নিয়ে জানতে পারবেন।
প্রাইজ অফ মার্কেটের স্পেশালিটি কী?
আমি মোঃ শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।