Adfly থেকে টাকা আয় Part-2- Online Earning Best Sites

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

আমার আগের টিউন ছিল Adf.ly তে আকাউন্ট খোলা ও এর সম্পরকে কিছু Basic ধারনা দেওয়ের জন্য। আগের টিউন- Adf.ly থেকে টাকা আয়। (Part-1)
এই পোস্টটি হল কিভাবে বেশি টাকা আয় করা জায়। এই টিউন এর মাধমে আমরা কিভাবে  দৈনিক ২$ ইনকাম করা যায় তা জানব।

এডফ্লাই এর অফিসিয়াল উয়েবসাইট এ যেতে নিচের বাটন এ ক্লিক করুন

Get paid to share your links!

ব্লগ থেকে-
আপনার যদি কনো ব্লগ থাকে তাহলে আপনি Adf.ly থেকে Short করা লিঙ্ক শেয়ার করতে পারেন। যেমন আপনি ব্লগ এ একটি সফটওয়্যার সম্পরকে লিখলেন। ঐখানে ঐ সফটওয়্যার এর ডাউনলোড লিঙ্ক হিশেবে লিঙ্ক Short করবেন। এইটা একটি ইবুক সাইট এবং এই সাইট এর সব বই এর লিঙ্কে Adf.ly ব্যবহার করা। আপনি এই রকম একটি ব্লগ তৈরি করতে পারেন।

আর আপনার যদি কনো ব্লগ না থাকে তাহলে আপনি অন্ন ব্লগে গেস্ট ব্লগিং করতে পারেন। এজন্য ইংলিশ ব্লগে গেস্ট ব্লগিং করুন কারন এতে আপনার Adf.ly এ রেভিনিউ বেশি পাবেন।

ফেসবুক থেকে-
Adf.ly থেকে ফেসবুক দিয়ে সবচে বেশি আয় করা জায়। এ জন্য আপনার বেশি বিদেশি Friend থাকেতে হবে তাহলে ভাল আয় হবে। তাছাড়া আপনার বিভিন্ন গ্রুপ ও পেইজ এ জোগ থাকতে হবে। এইবার Adf.ly থেকে লিঙ্ক Short করে ফেসবুকে শেয়ার করুন।  এজন্য আকষনিও এবং সাম্প্রতিক বিষয় নিরবাচন করুন যাতে ভিসিটর বেশি আকৃস্ট হয়।

পেইজ থেকে আয় করার জন্য পেইজ রিলেটেড বিষয় নিরবাচন করুন। ধরুন আপনি FC Barcelona এর পেইজ এ Adf.ly লিঙ্ক শেয়ার করবেন। তাহলে আপনি মেসি এর একটি ভিডিও এর ডাউনলোড লিঙ্ক Short করে টিউমেন্টে এ পাব্লিশ করুন। হেডিং হিশেবে সুন্দর টপিক নিন। আমি এই ভাবে অনেক  রেভিনিউ  পাইছি।

টুইটার থেকে-
ফেসবুক এর মত টুইটারেও আপনার লিঙ্ক টুইট করুন। বেশি আয় এর জন্য Follower বারান।

ইউটিউব থেকে-
ইউটিউবের ভিডিও টিউমেন্টের মধ্যে ঐ ভিডিও রিলেটেড বিষয় এর লিঙ্ক ০ করে সুন্দর হেডিং দিয়ে টিউমেন্ট করুন। ভিডিও নিরবাচন এর ক্ষেত্রে পপুলার ও বেশি ভিউ ভিডিও নিরবাচন করুন।

আপনি এই রকম অন্যান্ন সাইট থেকেও লিঙ্ক Click করিয়ে আয় করতে পারেন। কিন্ত ভুলেও Cashfly এর মত ফ্রী অটবট বা ট্রাফিক (Hitleap / 10khits) এক্সচেঞ্জ ব্যবহার করবেন না  কারন ওদের আন্টি চিট সিস্টম খুব করা। বান খাওয়ার সম্বাভনা ৮০ ভাগ। (Premium Hitleap দিয়া ট্রাই করি নাই)

আপনি যদি উপরের সব সাইট এ দৈনিক ২ ঘন্টা কাজ করেন তাহলে আপনি ঠিকই দৈনিক ২$ আয় করতে পারবেন এবং আস্তে আস্তে আপনার আয় বৃদ্ধি পাবে। তাই নিওমিত এক মাস কাজ করে দেখুন। ইনকাম করতে  পারবেন ইনশাআল্লাহ।

Level 1

আমি ১৩৩৭ টিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

গেম প্রেমিক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস