আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে এইচটিএমএল সম্পর্কে জানতে হবে তাছাড়া ও আরও কয়েকটি প্রোগ্রাম সম্পর্কে আপনাকে জানতে হবে। ওয়েব সাইট সাধারনত html দিয়ে ই তৈরি হয়। আমরা যত সকল ওয়েব সাইট দেখতে পাই তার সব ই এইচটিএমএল এর মাধ্যমে তৈরি। এইচটিএমএল সাধারনত একটি প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচে ওয়েব পেইজ সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হল
এইচটিএমএল এর পূর্ণরূপ hyper text markup language.ওয়েব পেইজ = ওয়েব তথ্য সমূহকে রাখার জন্য যে পেইজ ব্যবহার করা হয় তাকে ওয়েব পেইজ বলে।
ওয়েব সাইট = একই ডোমেইন এর অধিনে পরস্পর যোগাযোগ যোগ্য একাধিক ওয়েব পেইজ এর সমষ্টিক ওয়েব সাইট বলে।
ওয়েব ডিজাইন = www এর মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহার কারীদের কাছে সুন্দর ভাবে এবং সিল্পিত রুপ উপস্তাপন করার নান্দনিক কাজকে ওয়েব ডিজাইন বলে।
www হচ্ছে বিশ্বব্যাপি গতিশীল গ্রাফিক্যাল হাইপার ট্যাক্স ইনফর্মেশন।
আমি তুহিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।