কিভাবে স্যামসাঙ মোবাইল আসল নাকি নকল তা জানা যায়

মোবাইল ফোন আমাদের অনেক প্রয়োজনীয় একটি ডিভাইস। মোবাইল ফোন ছাড়া আর আমাদের একটা দিন ও চলে না। যাই হওক মোবাইল ফোন ক্রয় করার সময় আমরা কখনই ভালো ভাবে দেখে নিতে পারি না। আর মোবাইল ক্রয় করার জন্য ওই মোবাইল টি আপনাকে ২ ৩ দিন এর জন্য ও দিবে না। আজ আপনাদের কিছু কোড সম্পর্কে বলব যার মাধ্যমে আমরা স্যামসাঙ মোবাইল আসল নাকি নকল টা দেখতে পারব। তাছাড়া ও মোবাইল এর সাউন্ড ডিসপ্লে মাউত মাইক সহ সকল কিছুই দেখে নিতে পারব কোড এর মাধ্যমে। তার আগে বলে রাখি অনেকেই হয়ত জানেন তার পরও যারা জানেন না তাদের জন্য আমার আজকের পোস্টটি।
তো চলুন যেনে নেই স্যামসাঙ মোবাইল এর গুরুত্বপূর্ণ  কোড গুলি

প্রথমেই আসি মোবাইল এর  IME নাম্বার বের করতে ডায়েল করুন *#০৬#

মোবাইল এর ভার্সন দেখতে  ডায়েল  করুন *#১২৩৪#

মেইন ভার্সন দেখতে  ডায়েল  করুন *#১২৫৮০*৩৬৯#

আরও কোড দেখুন

Level 0

আমি সারোয়ার আবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস