প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার রুটিন ২০১৮ প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার রুটিন ২০১৮ প্রকাশ। গত বছর এর ন্যায় এই বছর ও প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর থেকে ২৬ শে নভেম্বর ২০১৮। বাংলাদেশ এর সকল বিভাগের পরীক্ষা একেই সময়ে শুরু হবে। ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।
প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার রুটিন ২০১৮ 
তারিখ বার বিষয়  পরীক্ষা শুরুর সময় 

সকাল ১০টা৩০ থেকে বিকাল ১.৩০ টা

১৮/১১/২০১৮ রবিবার ইংরেজি

১৯/১১/২০১৮  সোমবার  বাংলা 

২০/১১/২০১৮ মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২২/১১/২০১৮ ব্রহস্পতি  বার বিজ্ঞান

২৫/১১/২০১৮ রবিবার গণিত

২৬/১১/১৮ সোমবার  ১।  ইসলাম /হিন্দুধর্ম / বৗদ্ধধর্ম / খ্রিস্টধর্ম 

১।  প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

২।  সৃজনশীল  বহুনির্বাচনি পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।

৩।  পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষাআরম্ভের কমপক্ষে ০৩ (তিনদিন পূর্বে সংগ্রহ করবে।

৪।  পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ঙগজ ফরমে তার পরীক্ষার রোলনম্বর,  রেজিস্ট্রেশন নম্বর,  বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে  লিখে বৃত্ত ভরাটকরবে।  কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৫।  পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ে স্বাক্ষরলিপিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।

৬।  প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায়অংশগ্রহণ করতে পারবে।  কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ  করতে পারবে না।

৭।  পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতেপারবে।

৮।  কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেহ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতেপারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে  পারবে না।

পরীক্ষার পরে PSC Result 2018 প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর ২০১৮। বাংলাদেশ এর সকল বোর্ড এর ফলাফল এক যোগে প্রকাশ করা হবে।

Level 0

আমি দিপংকর মিত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস