নীল তিমি মহাসাগরসহ গোটা পৃথিবীর সব থেকে বড় প্রাণী, তা আমরা সবাই জানি। কিন্তু তিমি মোটেও মাছ নয়। বরং স্তন্যপায়ী প্রাণী। কিন্তু তিমি মাছ না হলেও সাগরে তিমি আকৃতির মাছের অভাব নেই।
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব মহাসাগরের সর্ববৃহৎ দশটি মাছের সাথ।
১০. তালিকার ১০ নম্বরে রয়েছে রিফ ম্যানটারে মাছ। এই রে মাছ গুলোর মধ্যে এরা ২য় বৃহত্তম। প্রায় দেড় টন ওজনের এই মাছগুলো সাড়ে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়।
৯. বেলিউগা স্টারজেন নামক এই মাছগুলোর অবস্থান নয় নম্বরে। সাড়ে ১৫শ কেজি ওজনের এই মাছগুলো লম্বায় ২৪ ফিট পর্যন্ত হয়। এদের বসবাস সাগরের গহিনে।
৮. পৌনে দুই টন ওজনধারি হুড উয়িংকার সানফিশ মাছের অবস্থান তালিকার ৮ নম্বরে। লম্বায় এরা আড়াই মিটার পর্যন্ত হয়। এরা দুর্লভ প্রজাতির এবং খুব কমই ক্যামেরায় ধরা পরে।
৭. লম্বায় মাত্র ১২ ফিট হলেও শার্পটেইল মোলাদের ওজন হয় প্রায় দুই টন। তাই তালিকায় এদের অবস্থান ৭ নম্বরে। এদের সম্পরকে মানুষ খুব কমই জানতে পেরেছে।
৬. তালিকার ৬ নম্বরে আছে অদ্ভুত আকৃতির ঔশেন সানফিশ নামক মাছটি। এরা লম্বায় ১০ ফিটের কিছুটা বেশি হয়। তবে ওজন হয় প্রায় ২.৩ টন। এরা পৃথিবীর বৃহত্তম রুপচাঁদা মাছ।
৫. প্রায় ২৩ ফুট লম্বা আর ৩ টন ওজন ধারি জায়ান্ট মানটা রে মাছটি রয়েছে আমাদের তালিকার ৫ নম্বরে। এরা পৃথিবীর বৃহত্তম রে মাছ।
৪. সাগরের সব থেকে হিংস্র প্রাণী টাইগার সার্ক রয়েছে তালিকার ৪ নম্বরে। এরা লম্বায় ১৬ ফিট পর্যন্ত হয়। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া গেলেও আজ এরা প্রায় বিপন্ন।
৩. সমুদ্রের আরেক দৈত্য এই গ্রেট হোয়াইট সার্ক রয়েছে তালিকার ৩য় স্থানে। প্রায় ২০ ফিট লম্বা একটি পূর্ণবয়স্ক হোয়াইট সার্কের ওজন হয় ৩.৩ টন। এরা প্রায় ৭০ বছর পর্যন্ত বেচে থাকে।
২. তালিকার রানার্সআপ হচ্ছে বাস্কিং সার্ক নামক এই হাঙ্গরগুলো। মাত্র ২০ ফিট লম্বা হলেও এদের ওজন দানবীয়। এক একটি হাঙ্গর প্রায় ২০ টন করে হয়ে থাকে। অর্থাৎ প্রতি ফিটে এদের শরীরের ওজন ১ টন করে।
১. মৎস্য জগতের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই হোয়েল সার্ক নামক দানবগুলো। প্রায় ৪২ ফিট লম্বা আবমগ ২২ টন ওজন ধারি এই হাঙ্গর গুলোকে তিমিদের সাথে তুলনা করা হয়। শুধু মৎস্য জগতেই নয় স্তন্যপায়ি প্রাণীদের বাহিরে এরাই পৃথিবীর বৃহত্তম প্রাণী।
আমি মার্স টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।