ফেসবুকে " উড়োজাহাজ " ইমোজি রহস্য!
ফেসবুকে বিভিন্ন টিউন বা ছবির নীচে লাইক বাটন চেপে ধরলে ই " স্যাড ", " অ্যাংগ্রি ", " হাহা ", " ওয়াও ", " লাভ " ইমোজি অাসি।
তকে Playstore থেকে ফেসবুক অ্যাপ অাপডেট করলে ই নাকি ইমোজিতে " উড়োজাহাজ " ইমোটিক টি অ্যাড হয়ে যাচ্ছে।
অনেকে ই দাবি করছে তারা সফল ভাবে ইমোজি টি দিতে পেরেছে অাবার অনেকে ই চেষ্টা করে দিতে পারছে না।
ফর্রচুন পেপার কর্তৃপক্ষ ফেসবুকের সাথে যোগাযোগ করে তারা বলে " উড়োহাজাজ এটি একটি কর্মচারী হ্যাকাথন হিসেবে তৈরি করা হয়েছিল তবে এখন ও প্ল্যাটফর্ম থেকে সড়া নো যায়নি।
আমি অাবু রায়হান সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।