ছবি দিয়ে Google এ সার্চ!

বিশ্বের সব থেকে বড় সার্চ ইঞ্জিন Google এটা তো অামরা সবাই জানি গুগলে এমন কিছু নেই যা খুঁজে পাওয়া যায় না।

তবে Google এ লিখে অথবা Voice দিয়ে সার্চ তো অামরা প্রায় ই করে থাকি তবে গুগলে ছবি দিয়ে ও সার্চ করা যায়।

গুগল সব সময় তথ্য সোর্স থেকে খু্ঁজে বের করে সেহেতু অাপনি যে ছবি দিয়ে সার্চ দিবেন তার ও সোর্স থাকতে হবে।

অাপনি যে ছবি টা দিয়ে সার্চ দিবেন তা Facebook, Twitter, Google + বা কোন ওয়েব সাইটে থাকা টা অনিবার্য হতে হবে।

এর জন্যে অালাদা কোন App লাগবে না  অাপনার ফোনের Browser  দিয়ে google.com এ প্রবেশ করুন। তারপর উপরে Image লেখাতে ক্লিক দিন

তারপর উপরে url বারের ডান পাশে তিনটি বিন্দু রয়েছে ওখানে ক্লিক দিন তারপর desktop site এ টিক দিন

তারপর ইমেজ সার্চ করার পজিশন চলে অাসবে

দুটি option অাসবে Past Image URL এবং Choose File

Past Image URL হলো অাপনি যে ছবি টা সম্পর্কে জানতে চান সেটি যদি কোন ওয়েব সাইটে দেখে থাকেন তাহলে সেটা url কপি দিয়েদিন।

Choose File হলো অাপনার কাছে যদি সেই ছবি ফোনে বা কম্পিটারের থেকে থাকে তাহলে দিতে পারবেন।

অামি choose file থেকে ফোনে Sha Ruk Khan এর একটি ছবি দিলাম।

শাহরুখ খানের সকল তথ্য চলে অাসবে।

তাছাড়া ও সরাসরি images.google.com থেকে ও করতে পারবেন।

ধন্যবাদ।

Level 0

আমি অাবু রায়হান সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস