হারানো স্মার্টফোন খোঁজার সহজ উপায়

বাড়ি কিংবা অফিস— কোথায় আপনার স্মার্টফোনটি রেখেছেন মনে করতে পারছেন না। ডিভাইসটি হয়তো পড়ে আছে বিছানার ওপর, বালিশের নিচে, সোফার পাশে অথবা এক স্তূপ বই বা ফাইলের নিচে কিংবা তৃতীয় কোনো ব্যক্তির হাতে পড়েছে। এ পরিস্থিতিতে গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ নামের ফোন ট্র্যাকিং সলিউশন ব্যবহার করে হারানো ফোনের খোঁজ করা যাবে। এ সলিউশন ব্যবহারের পাঁচটি ধাপ নিয়ে আজকের আয়োজন

যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস চালু করতে জিমেইল আইডি ব্যবহার করতে হয়। সেটি মনে আছে তো? তবে কোনো কম্পিউটার থেকে প্রথমে https://www.google.com/android/find লিখুন। সেখানে জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন সম্পন্ন হলে ফাইন্ড মাই ডিভাইস নামে একটি অপশন মিলবে, যা অ্যাকসেপ্ট করার মাধ্যমে প্রাথমিক ধাপ শেষ হবে।

ডিভাইসের লোকেশন অপশনটি চালু থাকলে গুগলের ট্র্যাকিং সলিউশন কাজ করবে। সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ। মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যাপে দেখিয়ে দেয়া হবে। যেখানে সম্ভাব্য কাছাকাছি লোকেশনই দেখানো হবে।

হারানো ডিভাইসটি যদি আশপাশের এলাকাতে দেখানো হয়, সেক্ষেত্রে প্লে সাউন্ড অপশনটি ব্যবহার করুন। অর্থাৎ কম্পিউটার থেকে হারানো ডিভাইসটিতে রিংটোন বাজানো যাবে। হারিয়ে ফেলার আগে হ্যান্ডসেটটি সাইলেন্ট মুডে থাকলেও কোনো সমস্যা নেই, ৫ মিনিট পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসটিতে রিংটোন বাজতে থাকবে।

হারানো ডিভাইস খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হলে এ সলিউশন ব্যবহার করে মোবাইল লক করে দেয়ার ব্যবস্থা নেয়া যাবে। অর্থাৎ কম্পিউটারে বসেই একটি পাসওয়ার্ড দিয়ে লক করে দেয়া যাবে হারানো হ্যান্ডসেটটি। ডিভাইসটি উদ্ধার করা সম্ভব হলে একই পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেয়া যাবে।

হ্যান্ডসেট উদ্ধারের কোনো সম্ভাবনাই যদি না থাকে, সেক্ষেত্রেও ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন কাজে লাগানো যাবে। হারানো ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ তথ্য যেন অন্য কারো হাতে না পড়ে, সে ব্যবস্থা নেয়া যাবে। অর্থাৎ ট্র্যাকিং সলিউশনের ERASE DATA অপশন ব্যবহার করে, ডিভাইসের সব তথ্য কম্পিউটারে বসেই মুছে ফেলা যাবে। ডিভাইসটি অফলাইনে থাকলেও অনলাইনে আসার সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে। গুগলের সিস্টেম ব্যবহার করে হারানো হ্যান্ডসেট খুঁজে পাওয়ার আর কোনো উপায় খোলা থাকবে না। তবে অন্যভাবে খুঁজে পেলে একই জিমেইল আইডি দিয়ে ডিভাইসটি ব্যবহার করা যাবে।

এসব সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত মানতে হবে। প্রথমত. সেলফোনের লোকেশন ফিচার অন থাকতে হবে। দ্বিতীয়ত. অ্যান্ড্রয়েড ফোনের সাম্প্রতিক সংস্করণে গুগল অ্যাপ ইন্সটল করা থাকতে হবে। তৃতীয়ত. ফোনটি চালু ও তাতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Collected From: Ajker Prosongo

Level 0

আমি আতোয়ার রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস