চলুন পরিচিত হয়ে অাসি skitto SIM এর সাথে

ইতিমধ্যে ই অনেকে ই জেনে গেছেন Skitto SIM সম্পর্কে

তবু ও অাপনাদের সাথে শেয়ার করার জন্যে টিউনটি লেখা।

Skitto SIM হচ্ছে গ্রামাীণফোনের একটি concept.  Skitto SIM টি জন্ম থেকে ই ৪জি।  বাংলাদেশের শিক্ষার্থীদের  ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখে ই তৈরি। এবং সল্প মূল্য ইন্টারনেট প্যাক প্রদান করার উদ্দেশ্য। Skitto SIM টি Skitto App দিয়ে ব্যবহার করতে হবে -

যে কোন iOS অথবা Android devices এ Skitto App টি ডাউনলোড করা যাবে।

Skitto SIM এর প্রথম দিকের পরিচিত সিরিয়াল ছিল " 01701 " তবে এখন সব সিরিজেয় এই নাম্বার গুলা পাবেন 01711-01712-01713-01714 বলা চলে মোটামোটি সব  সিরিজেয় বিক্রি হচ্ছে।

অাগের সিরিজের নাম্বার না কেনা ই ভাল কারন এই নাম্বার গুলা রিসাইকেল করে বিক্রি করার জন্যে গ্রামীণফোন বাজারে ছেরেছে।

Skitto SIM নতুন কিনলে যে অফার গুলা পাবেনঃ

১০ টাকা রিলোর্ড, ১০০ টি এসএমএস, ৫০ মেগাবাইট ফ্রি, ডেটা ৩ জিবি (প্রতিমাসে ১ জিবি করে), ১৫৯ মেগাবাইট প্রোম কোড এর ম্যাধমে।

৯০ দিন পর পর Skitto SIM এর অফার গুলি পরিবর্তীত হয় তবে বিক্রেতা অাপনাকে তা নাও বলতে পারে।

Skitto App অত্যান্ত অত্যাধুনিক করে তৈরি করা হয়েছে এখান থেকে ই রিচার্জ, ডেটা কেনা, ব্যালেন্স চেক করতে পারবেন।

অ্যাপ দিয়ে অন্যে Skitto ব্যবহার কারি বন্ধুদের কে মেগাবাইট শেয়ার করতে পারবেন। ডেটা মিক্সার অপশানে সবকিছু মিক্স করে কিনতে পারবেন।

তবে skitto SIM এ সাধারণ গ্রামীনফোন সিমের মতো রিচার্জ করা যায় না, কার্ড  ও রিচার্জ হয় না।

এর জন্যে বিশেষ পদ্ধতি রয়েছে

gpay বা debit/creadit card দিয়ে খুব সহজেই app থেকে রিলোড করা যাবে বিকাশ, রকেট থেকে ও

বিশেষ পদ্ধতি যা ফ্ল্যাক্সিলোড করতে হবে

রিটেইলার কে ডায়াল করতে হবে

*666*017xxxxxxxx*amount*flexiload pin#

বর্তমানে skittoo SIM এ যে অফার গুলো রয়েছে -

6.5 GB 174tk 30Day

2.2 GB 59tk 15Day

3.5GB 41tk 2Day

1.2GB 31tk 7Day

600MB 19tk 

সল্প মূলে  ইন্টারনেট চালাতে হলে skitto SIM এর বিকল্প হতে পারেনা।  ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ।

Level 0

আমি অাবু রায়হান সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস