আয়মান সাদিকের লাইফের প্রথম টাকা উপার্জন শুরু করি টিউশনি করে। তিন হাজার টাকার একটি টিউশনি পেয়েছিলো ৮ম শ্রেণীর এক ছাত্রকে পড়িয়ে। সেখান থেকে শুরু করে ব্যাচ পড়ানো, এবং এভাবে তা আরো বাড়তে থাকে! আজ তোমরা যেই (10 minute school) ১০ মিনিট স্কুল দেখছো, তার প্রাথমিক খরচগুলো কিন্তু তার টিউশনির টাকা থেকেই দেয়া হয়েছিল! তাই আজ থেকেই টিউশনি শুরু করে দিতে পারো!
তার প্রথম টিউশনির গল্প বলি।
ভিডিও দেখতে এখানেClick করুন
আর আমাদের Youtube চ্যানেল Subscribe করতে পারেন
আমি বভদসস্য কফসস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।