পানির নিচে চলাচল খুব সহজ সাধ্য ব্যাপার নয়। তবে পানির নিচে ছলাছলের বড় সুবিধা হচ্ছে পানিতে বাধা বিপত্তি কম। তাই পানির নিচের প্রাণীগুলো বেশ দ্রুতগতিতে চলাচল করতে পারে। কিন্তু পানির নিচে চলাচলকারী এসব প্রাণীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন প্রাণী কারা? ছলুন জেনে নেয়া যাক |
১০। তালিকার ১০ নম্বরে রয়েছে ফোর ঊইংগড ফ্ল্যাইং ফিশ। হ্যাঁ সত্যি মাছ আকাশে উরতে পারে। তবে পানির নিচে এই মাছগুলোর গতি ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার। বাংলাদেশেও এই মাছের দুইটি প্রজাতি আছে।
৯। তালিকার নয় নম্বরে এই সোরড ফিশ নামক মাছটির অবস্থান। এর অদ্ভুত ঠোটের কারনে এর এই নাম করন। তবে ঠোটের থেকে এরা বেশি বিখ্যাত এদের গতির জন্য। ঘণ্টায় এরা ৬৪ কিলোমিটার বেগে ছুটতে পারে।
৮। তালিকার ৮ নম্বরে থাকা এই বনফিল মুলত আমাদের দেশিও মৃগেল মাছের নিকট আত্মীয়। তবে এরা উপকুলে বসবাস করে। ঘণ্টায় এদের গতিবেগ প্রায় ৬৫ কিলোমিটার।
৭। আপনি যদি ৭০ কিলোমিটার বেগে সাঁতরাতে না পারেন তাহলে অবশ্যই এই ভয়ঙ্ককর দানব থেকে দূরে থাকবেন। তবে এদের থেকে দূরে থাকা খুব কঠিন কোন কাজ নয়। এই ভয়ঙ্ককর ব্লূ সার্করা বসবাস করে সাগরের গভিরে।
৬। ব্লু সার্কদের প্রায় সমান গতিসম্পন্ন তালিকার ৬ নম্বরে থাকা এই ব্লুফিন টুনা মাছগুলো। এদের বসবাস আটলানটিক মহাসাগরে।
৫। ম্যাকও সার্কের সাথে আপনাদের পরিচয় হয়েছে ছোটবেলার সেই বিখ্যাত মুভি "ফাইনডিং নিমও" মুভিতে। মুভির সেই রসিক মাছটি ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার বেগে ছুটতে পারে।
৪। মাছটির নাম কেন ওয়াহু হল তা আমরা জানতে পারি নি। তবে আমরা জেতা জানে তাহল এরা ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে। পারবেনতো বাইক নিয়ে এদেরকে হারাতে।
৩। মারলিনরা গতির জন্য এমনিতেই বিখ্যাত। তবে এই স্ত্রপড মারলিনরা ঘণ্টায় ৮০ কিলোমিটার গতি নিয়ে আমাদের তালিকার ৩য় স্থানে অবস্থান করছে।
২। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারা এই অদ্ভুত দর্শন মাছটির অবস্থান তালিকার ২য় স্থানে। এদের পিঠে একরকম নৌকার আলের মতো থাকার কারনে এদের ইংরেজি নাম সেইলফিশ। এদেরকে বঙ্গপোসাগরেও পাওয়া যায়।
১। ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে ছুটতে পারা এই ব্ল্যাক মারলিনরা আমাদের তালিকার চ্যাম্পিয়ন। এরা শুধু পানির চ্যাম্পিয়নই নয় পুরো প্রাণী জগতে এদের অবস্থান ৫ম।
আমি মার্স টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।