ফেসবুক এর কল্যাণে এখন আমরা ৩টি ভাষায় টিউন গুলো লেখালখি করি। বাংলা, ইংরেজি এবং বাংলিশ।
বাংলা ভাষায় লেখা টিউন গুলো আমরা অনেক বেশি পছন্দ করি। কেননা, আমরা সবাই বাংলা পড়তে এবং বুঝতে পারি। সহেজেই এই ভাষা আমাদের মনোযোগ কেড়ে নেয়। ইংরেজি ভাষায় লেখা টিউন গুলো অনেকেই বুঝেন না বা বুঝার চেষ্টা করেন না।
আরেক ধরনের টিউন লেখা হয় বাংলিশ এ। আমরা যারা বাংলায় টাইপ করতে পারিনা তারা এই ভাষায় টিউন গুলো লিখি। বাংলা উচচারণ গুলো ইংরেজিতে টাইপ করে। আবার আমাদের মধ্যে যারা বাংলায় টাইপ করতে জানেন তাঁরা অনেকেই এই ভাষায় টিউন লিখেন। এর কারণ হলো বাংলা ভাষায় টিউন টাইপ করা বেশ কষ্টসাধ্য। অনেক দিকেই খেয়াল রাখতে হয়। এর বানানরীতি, লেখার কৌশল, নিয়মরীতি ইত্যাদি। লিখতে গেলেও অনেক ঝামেলা মনে হয়। সময় লাগে অনেক বেশি। তবে যারা বাংলা লেখার বাপারে দক্ষ তাদের কথা ভিন্ন।
আমি নিজেও এতদিন এই ঝামেলার কারণে বাংলা ভাষায় টিউন লিখতাম না। তবে সপ্তাহখানেক হলো লেখা শুরু করেছি। এখন দেখি অনেকেই আমার টিউন পড়েন। একটা জিনিস খেয়াল করেছি যখন ইংরেজি ভাষায় টিউন লিখতাম তখন অনেক বেশি লোকের নজর কাড়ত না। আবার বাংলিশ এ লিখলে অনেকেই বিরক্তবোধ করতন। করারই কথা। আমি নিজেও করি। এই ভাষায় লেখা বড় পোস্টগুলো আমি পড়ি না, এড়িয়ে যাই।
বাংলা ভাষায় টিউন লেখার জন্য এখন অনেক ধরনের অ্যাপস বা টুল পাওয়া যায়। আশাকরি বাংলাতে পোস্টগুলো লিখতে যাতে করে সবাই আপনার পোস্টগুলো সহজেই পড়তে পারে এবং যথারীতি বাংলিশ কে না বলি।
আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।