আমরা আমাদের আশেপাশে সাধারত ছোট ছোট পাখি দেখেই অভ্যাস্ত। তাই আকশে কোন বৃহৎ পাখি দেখলেই আমরা অবাক হই। পৃথিবীতে এমন পাখি রয়েছে যেগুলো আকৃতিতে বাঘ সিঙ্ঘের মতো ভয়ংকর দানবের থেকেও বিশাল।
এরকমই ১০ দানবীয় পাখি নিতে থাকছে আমাদের আরকের ভিডিওটি। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এসব পাখিদের নিয়ে আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেগুল দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো চেক করুন।
১০. ওয়ানডারিং আলবাট্রস বা ভবঘুরে আলবাট্রসঃ প্রায় ১১ ফিট লম্বা বিশ্বের সবচেয়ে লম্বা দানাওয়ালা এই পাখির দেখা মেলে উত্তর থেকে দক্ষিন প্রশান্ত সাগর পর্যন্ত। এরা একটানা ১০ হাজার মাইল পাড়ি দিতে পারে। এই পাখিদের একেক্তির অজন হয় ১২ কেজি করে।
৯. মিউট সোয়ান বা বোবা রাজহাঁসঃ প্রায় ১২ কেজি ওজনের এই রাজহাঁস ৫ ফিত পর্যন্ত লম্বা হয়। এর দুই দানার মধ্যবর্তী দুরুত ৮ ফিট। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহৎ গৃহপালিত পাখি। এরা কিছুতা উগ্র এবং বুদ্ধিমান পাখি।
৪. ডালম্যাশিয়ান পেলিক্যান বা গগণবেড়৷ এরা মুলত মদনটাকের সমগোত্রীয় পাখি৷ পূর্ণবয়স্ক একেকটি পাখির দুই ডানার মধ্যবর্তী দুরুত্ব 9 ফিট পর্যন্ত হতে পারে৷ ওজনে এরা প্রায় 15 কেজি পর্যন্ত হতে পাকে৷ মজার ব্যপার হচ্ছে এই পাখির বসবাস বাংলাদেশেই৷
৭. আন্দিন কন্ডর বা আন্দমান পাহাড়ের শকুন৷ নাম শুনেই বুঝা যাচ্ছে এদের আবাস দক্ষিন আমেরিকায়৷ এরা পৃথিবীর সবথেকে বড় প্রজাতির শকুন৷ একেকটি শকুনের উচ্চতা ১ দশমিক ২ মিটার পর্যন্ত হয়ে থাকে৷ আর দুই ডানার মাঝের দুরুত্ব হয় ১০ ফিট৷ ওজনে এরা প্রায় ১৫ কেজি হয়৷ এদের আরও বিস্তারিত জানতে। আমাদের শকুনের ভিডিওটি দেখুন৷
৬. তালিকার ৬ নাম্বারে রয়েছে কৌরি বাস্টার্ড৷ প্রায় ২০ কেজি ওজনের এই পাখিটি হচ্ছে পৃথিবীর সর্ব বৃহত উড়তে সক্ষম পাখি৷ এদের উচ্চতা মাত্র ৪ ফিট হলেও দুই ডানার দুরুত্ব ১০ ফিট পর্যন্ত হতে পারে৷
এদের আবাস আফ্রিকায়৷
৫. গ্রেটার রিয়া৷ দক্ষিন আমেরিকার সর্ববৃহত পাখি এরা৷ প্রায় সাড়ে চার ফিট উচ্চতার এই পাখির ওজন গড়ে ২৭ কেজি পর্যন্ত হতে পারে৷ ওজন অত্যাধিক বেশি হওয়ায় এরা উড়তে অক্ষম৷ তাই ছোট পতঙ্গ এবং গিরগিটি এদের প্রধান খাদ্য৷
৪. এমপেরর পেঙ্গুইন বা সম্রাট পেঙ্গুইন ৷ পেঙ্গুইনের প্রজাতিগুলোর মধ্যে এরাই সব থেকে লম্বা এবং উচ্চতা বিশিষ্ট৷ এদের উচ্চতা আধা মিটার এবং ওজন ৪৫ কেজি পর্যন্ত হয়৷ খাদ্য সন্ধানে এরা প্রায় ৮০ মিটার পর্যন্ত ঘুরে বেরায় ৷
৩. এমু অস্ট্রেলিয়া মহাদেশের সর্ব বৃহৎ পাখি৷ এদের উচ্চতা ৬ ফিট পর্যন্ত হয় আর ওজন হয় ৬০ কেজি পর্যন্ত ৷ ফল থেকে পতঙ্গ সব কিছুই খায় এরা৷ তবে এমু বিখ্যাত হচ্ছে তাদের নাচ এবং ক্ষিপ্রগতিতে দৌড়ের জন্য৷ এরা ঘন্টায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে৷ এমু সম্পর্কে বিস্তারিত জানতে ও দেখতে এমুর মজার ভিডিওটি দেখুন৷
২. তালিকার রানার আপ হচ্ছে এই সাউদার্ন ক্যাসোয়ারি৷ প্রায় ২ মণ ওজনধারী ৫ ফিট লম্বা এই পাখির বসবাস উত্তর অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে৷ এরা ঘন্টায় প্রায় ৩০ মাইল বেগে ছুটতে পারে৷
পাখিগুলোর সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও দেখতে এখানে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখুন।
আমি রোলিং স্টোন। Owner, Rolling Stone Inc., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।