আপনি নিজে নিজেই হ্যাক হচ্ছেন না ত?

আচ্ছালামু আলাইকুম

টেকটিউনস বাসিন্দারা।

শিরোনাম দেখেই বুঝতে পারছেন এই টিউন টি হ্যাকিং বিষয়ে। আর সেই হ্যাকিং টা যদি হয় নিজের ভুলের কারণে, তাহলে আপনি কি নিজের পায়ে নিজেই কোঠার মেরেছেন, চলুন দেখে আসি।

প্রথমে আপনাদের কিছু প্রশ্ন করছি, এবং প্রশ্নের উওর ও আমিই দিয়ে দিচ্ছি, কারণ এই প্রশ্ন আর উত্তরেই আপনার হ্যাকিং হওয়া না হওয়া পরিস্কার হয়ে যাবে।

১- আপনি কি কাউকে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছেন কভু?

২- আপনি কি আপনার বন্ধু অথবা আত্মীয় কারো নতুন ফোন সেটিং করতে আপনার ইমেইল লগইন করেছেন?

৩- আপনি অনলাইনে কি খুব বেশি আপনার পার্সোনাল ইমেইল ইউস করছেন?

এই সব করে থাকলে আপনি অবশ্যই নিজের পায়ে কুঠার মেরেছেন এবং নিজের অজান্তেই হ্যাক হয়ে বসে আছেন।

আপনি যদি আপনার ইমেইল এবং পাস কাউকে দিয়ে থাকেন, অথবা কারো নতুন ফোন সেটিং করতে গিয়ে আপনার ইমেইল ব্যবহার করেন তাহলে কি হবে জানেন?

আপনার সব ইমেইল তার মেইলবক্সে যাবে, এমনকি আপনার ইমু একাউন্ট সে চাইলেই হ্যাক করতে পারবে। সেটা কিভাবে?

একদম সিম্পল ব্যাপার, সে যদি তার ইমুর ডাটা ক্লিয়ার করে আবার নতুন ইমু খুলার চেষ্টা করে তবেই আপনার নাম্বার তার ইমুতে অটো শো করবে, তখন যদি সে আপনার নাম্বার টা দিয়ে অকে করে ফেলে তাহলে ভেরিফাই ও প্রয়োজন হবেনা, কারণ আপনার ফোনে যে ইমেইল তার ফোনে ও সেই ইমেইল, অটো ভেরিফাই এবং অটো হ্যাক হবেন আপনি। বুঝতে সমস্যা হলে নিজে চেষ্টা করে দেখে নিন একবার।

এখন আসা যাক আর কি কি করতে পারে এই ইমেইল?

এই ইমেইল দিয়ে সে আপনার ওয়াটসাআপ তথ্য চুরি করতে পারে, সেটা কিভাবে?

খেয়াল করে দেখবেন ওয়াটসাআপ খোলার সময় একটি ডাটা রিকভারি ইমেইল চায়, যদি আপনার ডাটা রিকভারি ইমেইল টা এই ইমেইল হয়ে থাকে ' তাহলে আপনার সব তথ্য সে পেয়ে যাবে একদম সহজেই। খুলে বলা ঠিক না, এসব পদ্ধতি আপনি জেনে রাখার জন্য বলছি, অন্যর ক্ষতি করবেন না দয়া করে কেউ। আপনার এই ইমেইল দিয়ে যদি ফেসবুক একাউন্ট থাকে তাহলে সেটা ও হ্যাক করতে তার সময় লাগবেনা বেশি, ফরগেট পাস মেরে যেকোনো সময় আপনার ইমেইল এবং পাস সে পালটে নিতে পারে, এতে তার কোন কিছু ভেরিফাই ও করতে হবেনা।

সো বন্ধুরা আপনারা যদি আপনাদের ইমেইল অন্য কারো ফোনে লগইন করে থাকেন তাহলে তাড়াতাড়ি সেটা রিমোভ করে দিন তার ফোন থেকে, এবং আপনার ইমেইল একাউন্টে ঢুকে সেটিং এ গিয়ে লগইন থাকা ফোন গুলো ডিলিট করে নিন।

হয়ত কারো বুঝতে প্রব হতে পারে টিউন টি,

বার বার পড়ে বুঝে নিবেন।

সবাই ভালো থাকুন।

Level 0

আমি আব্দুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস