keyword research কি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়?

কিওয়ার্ড সার্চ হচ্ছে এমন একটি শব্দ যা মানুষ সার্চ ইঞ্জিনে এটির মাধ্যমে খুঁজে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিওয়ার্ড রিসার্চ অনেক বড় খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
সঠিক কিওয়ার্ড নির্বাচন সার্চ ইঞ্জিনে রাঙ্কিং করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনার ওয়েবসাইটে ট্র্যাফিক খুভ সহজে আনতে পারবেন বা ভিজিটর পাবেন।
কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে খুব সহজেই কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন।

যে কিওয়ার্ড দিয়ে মানুষ কাজ করে না বা ব্যবহার করে না, যদি আপনি সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করে আনতে পারেন তাহলেই আপনি আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক বা ভিজিটর আনতে পারবেন।

এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এরকম কিওয়ার্ড খুজবেন বা কোথায় খুঁজে পাবেন?

  1. আপনি এই কিওয়ার্ড রিসার্চ এর জন্য অনলাইনে বিভিন্ন প্রকারের ফ্রি বা পেইড কিওয়ার্ড রিসার্চ টুলস রয়েছে।
    আমি নিচে কয়েকটি ফ্রি & পেইড কিওয়ার্ড রিসার্চ টুলস এর নাম দিলাম & ঐ টুলস গুলোর লিংক দিলাম –

Google Adwords Planner
(https://adwords.google.com/ko/KeywordPlanner/Home?) : free।

Semrush
(https://www.semrush.com/): paid।

Ahrefs
(https://ahrefs.com/): paid।

Keyword Finder
(https://kwfinder.com/): paid।

Spyfu
(https://www.spyfu.com/): paid।

Google trends
(https://trends.google.com/trends/): free।

Majestic
(https://majestic.com/): paid।

Long Tail Pro
(https://longtailpro.com/): paid।

Market Smurai
(http://www.marketsamurai.com/): paid।

Keyword Everywhere
(https://keywordseverywhere.com/): free।

আজকে আমি আপানাদের কিওয়ার্ড রিসার্চ এর বেসিক ধারণা দেখাবো।
কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয়.…।

step- 1 :
প্রথমে (https://adwords.google.com/ko/KeywordPlanner/Home?
এই লিংকে যেতে হবে। লিংকে যাওয়ার পর আপনি নিচের s.short এর মতো একটি নতুন উইন্ডো আসবে।

step-3 :
তারপর আপনি নিচের s.short এর লাল কালি দেওয়া সাইনের প্রথম বক্সে আপনার রিসার্চ করা কিওয়ার্ডটি লিখে সার্চ করলে, সেটির সার্চ ভলিয়ম দেখতে পাবেন।
দ্বিতীয় বক্স থেকে আপনি সার্চ ভলিয়ম জানতে পারবেন যদি আপনার কাছে কোন কিওয়ার্ড এর তালিকা থাকে বা আপনি চান এক সাথে দশ থেকে বিশটি কিওয়ার্ড রিসার্চ করতে, তাহলে এই অপশন ব্যবহার করতে পারবেন।
এবং তৃতীয় বক্স থেকে আপনি সার্চ ভলিয়ম জানতে পারবেন যদি আপনার কাছে কোন কিওয়ার্ড এর একাধিক তালিকা থাকে।

step-3 :
চলুন, এবার আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে, এই কিওয়ার্ড সম্পর্কে কিছু ইনফোরমেশন জেনে নেই & এই কিওয়ার্ড এর কিছু খুঁটিনাটি জানবো।

উপরের ছবিটি লক্ষ্য করুন।
মনে করেন আপনার রিসার্চকৃত কিওয়ার্ড হলো Mango।

এবার s.short এর বাম দিকে দেখুন, প্রথম সাইনের বক্স থেকে আপনি কোন জায়গার কিওয়ার্ড রিসার্চ করবেন তা দিন।
দ্বিতীয় সাইনের বক্স থেকে কি ভাষার কিওয়ার্ড রিসার্চ করবেন তা দিন।
তৃতীয় সাইনের বক্স থেকে আপনি কোন কোন সার্চ ইঞ্জিনের কিওয়ার্ড প্রয়োজন তা দিন।
চতুর্থ সাইনের বক্স থেকে চাইলে বলে দিতে পারেন আপনার কেমন কিওয়ার্ড লাগবেনা।
যেমন- আমি যদি চতুর্থ বক্সে ফ্রী আমার নেগেটিভ ওয়ার্ড আমার লাগবে, তাহলে লিস্টে ফ্রী দিয়ে কোন কিওয়ার্ড আসবে না।

step-4 :
নিচের s.short এর দিকে লক্ষ্য করুন।

প্রথম বক্সে এর মাধ্যমে রিসার্চ করা কিওয়ার্ড লিস্টকে ফিল্টার করে নিতে পারেন।
দ্বিতীয় বক্সে এর মাধ্যমে রিসার্চ করা কিওয়ার্ড লিস্টের সাথে যে কোন কিওয়ার্ড অ্যাড করা সার্চ ভলিয়ম দেখতে পারবেন।
তৃতীয় বক্সে এর মাধ্যমে আপনি আপনার রিসার্চ করা কিওয়ার্ড এর মাসিক গড় সার্চ ভলিয়ম দেখতে পারবেন।
চতুর্থ বক্স থেকে গ্লোবাল সার্চ ভলিয়ম দেখতে পারবেন।
পঞ্চম বক্সটি থেকে যারা গুগল অ্যাডওয়ার্ড অ্যাড দিবে তাদের অ্যাড এর কম্পিটিশন দেখায়।

আপনি প্রয়োজন মনে করলে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন।
এভাবে আপনি আপনার অনলাইন দোকানের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।

Source http://poshn.Com

Level 0

আমি ব্লাক হাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বিস্তারিত জানতে এবং সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে আমাদের ব্লগের পোস্টটি পড়তে পারেন – কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম