বাংলাদেশ হলো পৃথিবীর অন্যতম “কর্মবিমূখ” জাতি সরকার

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বাংলাদেশ হলো পৃথিবীর অন্যতম "কর্মবিমূখ" জাতি। সরকার মধ্যআয়ের দেশ হিসেবে ব্র্যাংন্ডিং করলেও। এদেশের "কর্মবিমূখ" জনগোষ্ঠি "অসাধারণ" "কর্মবিমূখতার" জন্য আমরা নিজেরাই আয় করতে পারি না। আর তাই এদেশে এখনও একটি "সিজ্গেল" আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তৈরি হয় নি। কারণ একটা আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তৈরি করতে লাগে সে দেশের কাজের মনমানোসিকতার নিপূণ জনশক্তি। আমাদের দেশ তো কাস্টমার কেয়ারে ফোন দিলেই বোঝা যায় আমাদের "অপেশাদারিত্বের" পরিচয়। আবার "আন্তর্জাতিক মানের ব্র্যান্ড"? ভাই! সেটা আবার কী জিনিষ?

Level 4

আমি শফিউল আজম। Chief Software Architect, Interactive Inc., New Work। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 425 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 47 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি ইন্টারনেট খাই, ইন্টারনেটে থাকি, ইন্টারনেটে ঘুমাই আর ইন্টারনেটই স্বপ্ন দেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস