BBC এক রিপোর্টে দেখলাম বাংলাদেশে ১১ লক্ষ শিক্ষিত বেকার! এর পুরো টাই বাংলাদেশের তরুণদের "অলস মাইন সেট" এর। গ্র্যাজুয়েশনের পর অফিসিয়ালি একটা প্রিন্ট কমান্ড ঠিক মত দিতে পারে না, একটি অফিসিয়াল মেইল কিভাবে করতে হয় তা জানে না আর পাশ করেই ৩০-৪০ হাজার টাকার চাকরির আকাশ কুসুম না "মহাকাশ-ডিমের" স্বপ্ন দেখে। এখানে আমেরিকাতে উচ্চ শিক্ষা নিয়েও জীবেন প্রথমে 'ফেলে দেওয়া ক্যান' সংগ্রহ আর বিক্রি করে তরুণরা নিজেদের উপার্জন শুরু করে। আর বাংলাদেশের গুলো ৩০ বছর পার করে "ভাবের চোটে"।
আমি শফিউল আজম। Chief Software Architect, Interactive Inc., New Work। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 425 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 47 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি ইন্টারনেট খাই, ইন্টারনেটে থাকি, ইন্টারনেটে ঘুমাই আর ইন্টারনেটই স্বপ্ন দেখি।