বর্তমান সময়ে ডিজাইন এর চাহিদা দিন দিন বেড়েই চলছে সেই সাথে গ্রাফিক ডিজাইনারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সময় ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে বা ক্যারিয়ার গড়তে গ্রাফিক ডিজাইন হচ্ছে চমৎকার একটি পেশা। খুব অল্প সময়ে গ্রাফিক ডিজাইনে ভালো করা সম্ভব। ইলাস্ট্রেটর এর কাজ খুবই জনপ্রিয় এবং প্রচুর কাজ রয়েছে। ইলাস্ট্রেটর দিয়ে আপনি সকল ডিজাইনের প্রোফেশনাল কাজ করতে পারবেন। যেমন, লোগো ডিজাইন, ব্যানার, টিউনার, ফ্লায়ার, ব্রোশিউর, বুক কভার, ফেসবুক কভার সহ জনপ্রিয় সব ডিজাইন।
অনেকেই ফটোশপ কম বেশি জানেন কিন্তু ইলাস্ট্রেটর না জানার/পারার কারনে অনেক প্রকার কাজ করতে পারেন না। অনেক সময় সুযোগ পাচ্ছেন কিন্তু ধারণা না থাকায় বা কাজ না জানায় সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে। তাদের জন্য আমাদের এই বিশেষ উপহার। অর্থাৎ আপনি চাইলেই শুধুমাত্র ইলাস্ট্রেটর এক্সপার্ট হতে পারেন খুব অল্প সময়ে।
এটি অনলাইন ভিডিও কোর্স, অর্থাৎ আপনি যখন যেখানেই থাকেন না কেন সেখানেই বসে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়েই ক্লাস করতে পারবেন। কোর্সে এক্সসেস পাচ্ছেন লাইফটাইম, কোর্সের আপডেট পেয়ে যাবেন সাথে সাথেই। কোথাও বুঝতে বা পারলে রয়েছে কমেন্টস করার সুযোগ এবং সরাসরি শিক্ষক এর থেকে সহযোগিতা।
ইলাস্ট্রেটর কোর্স শেষে অনালাইন ক্যারিয়ার গড়ার সম্পূর্ণ নির্দেশনা রয়েছে। ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং শব্দ গুলো এখন আর অপরিচিত নয়। কাজে দক্ষতা এবং আগ্রহ থাকলে আপনি ঘরে বসে আয় করতে পারেন হাজার হাজার টাকা। এসব খুব সহজ এবং পুরোনো কথা এবং ইতিধ্যে এ নিয়ে অনেক আর্টিকেল ই আমরা পড়ে ফেলেছি। কিন্ত কিভাবে আয় করা যায় এবং একটা নির্ভরযোগ্য ইনকাম সোর্স তৈরি কিংবা এ পেশায় স্থায়ী ক্যারিয়ার গড়ারর জন্য কোন কোন পন্থায় কাজ করা উচিৎ এবং কি যানা দরকার ইত্যাদি বিষয়ের উপর স্বচ্ছ ধারনা অনেকেরই নেই।
কোর্স লিঙ্ক: Mastering Adobe Illustrator CC Project Based for Beginner
কোর্স ফি: ৫৩০ টাকা
আরও বিস্তারিত জানতে কোর্স লিঙ্কে যেয়ে ডেস্ক্রিস্পশন ও কারিকুলাম দেখুন এবং যে কোন প্রয়োজনে কল করুন ০১৬৭১৪১০৮৩১ এই নাম্বারে অথবা লাইভ চ্যাটে প্রশ্ন করুন।
আমি আশিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।