হ্যালো ভিউয়ার্স, আশাকরি সবাই ভালো আছেন।
টিউনের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের টিউন কি নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই।
এই ফ্রি নেট সেই সকল সিমে চলবে যাদের সিমে রিডাইরেকসন হয়। প্রথমে STOP লিখে 5000 এ পাঠিয়ে দিন। এতে ডাটা অন করলে mb না থাকলেও টাকা কাটবে না। এরপর ডিফল্ট ব্রাউজারে গিয়ে techtunes.io লিখে ঢুকুন। দেখুন যদি জিপির অন্য কোন পেজে নিয়ে যায় তবে ওই সিমে ফ্রি চলবে। নয়ত ও সিমের mb ও টাকার মেয়াদ শেষ হওয়ার পরে ট্রাই করুন। রিডাইরেকসন হবে।
এরপর অন্য একটা সিমে 2-3 mb কিনে প্রথমবারের মত স্কাই ভিপিএন এর মোড ভার্সনটি নিচের লিংক থেকে ডাউনলোড করে কানেক্ট করে নিন। এরপর আপনার রিডাইরেকসন হওয়া সিমে ডাটা দিয়ে দেখুন স্কাইভিপিএন কানেক্ট নিয়েছে। এবার ধামালছে ডাউনলোড দিন।
আর হ্যা রিডাইরেকসন হওয়া সিমে mb কিনবেন না।
অনেকেই এই ফ্রি নেট চালান। তাই স্পীড কম হওয়া স্বাভাবিক। তাই নিয়ে এলাম স্কাইভিপিএন এর DNS Mod। এতে আপনার স্পীডের কোন কমতি হবে না। নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
এরপরের টিউন হবে কিভাবে স্কাইভিপিএন হ্যাক করে আনলিমিটেড mb নিবেন।
কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।
রিপ্লে দেয়ার জন্য সদা প্রস্তুত।
পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
আমি শিপন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।