Online Worker Needed

যারা কাজটা করতে ইচ্ছুক শুধু তারাই আবেদন অথবা স্কাইপে যোগাযোগ করবেন।
Skype : [email protected]
Mobile : 01673-029450
From Filup : https://goo.gl/4jRgsc
আপনাকে অভিন্দনন আমাদের এই নতুন ভার্চুয়াল প্রতিষ্ঠানে
কি ধরনের কাজ করানো হবেঃ
আমদের ভার্চুয়াল প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ করানো হয়ে থকে। তবে যারা নতুন তাদের কে পিটিসি(নিওবক্স), CPA মারকেটিং, ফেসবুক মারকেটিং, ক্রেগ্লিস্ট, পিটিসি এই ধরনের কাজ করানো হয়ে থাকে। 100% নিশ্চিত ইনকাম করতে পারবেন।

কি পরিমান আয় করতে পারবেনঃ
আপনি যদি আমাদের দেখানো পথে বা আমরা যেভাবে শিখাবো সে ভাবে কাজ করেন তাহলে মাসে অনায়েসে ২০-২৫হাজার টাকা আয় করতে পারবেন। আমরা যে কাজ গুলো শিখাবো সেই কাজ গুলোই আবার আপনাদের করতে দিব।

কি পরিমান সময় দিতে হবেঃ
প্রথমে কাজ শিখার জন্য আপনাকে সময় দিতে হবে একটু বেশী তাও সেটা হতে পারে প্রত দিন ৪-৫ ঘন্টা। কাজ গুলো শিখতে খুব বেশী দিন সময় লাগবে না। আমরা ১৫দিনের মধ্যে ভিডিও এর মাধ্যমে আপাকে কাজ শিখিয়ে নিব।

এই কোর্সের জন্য কি ফি দিতে হবেঃ
হ্যা আপনাকে এই কোর্সের জন্য ৪৫০টাকা আমাদের লাইভ ক্লাস বাবদ খরচ দিতে হবে। যেটা শুধুমাত্র খরচ বাবদ নেওয়া হচ্ছে। যারা এই সামান্য টাকা খরচ করতে আগ্রহী না তারা দূরে থাকবেন। তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই।

আপনি যা যা শিখতে পারবেনঃ
১। পিটিসি (নিওবক্স)
২। CPA মারকেটিং
৩। ফেসবুক মারকেটিং
৪। ক্রেগ্লিস্ট
৫। ওয়েব ডিজাইন
৬। গ্রাফিক্স ডিজাইন
100% নিশ্চিত ইনকাম করতে পারবেন।
আপনি যদি আমাদের মেম্বার হয়ে কাজ করতে চান এবং আমদের কোর্স টি করতে চান তাহলে নিচের দেওয়া লিংকে ফর্মটি ফিলআপ করে দিন। ফর্মটি ফিলআপ করার পর আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আবেদন টি কনফার্ম করে দিন।
প্রতিনিধির নম্বরঃ 01673-029450

Level 3

আমি রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস