মাত্র ১ মিনিটে জেনে নাও এইস এস সির ফলাফল পুরো মার্কশিট সহ!

হ্যালো বন্ধুরা! কেমন আছো সবাই? এইস এস সি পরীক্ষার ফলাফল নিয়ে সবাই নিশ্চয় অনেক উদ্বিগ্ন। চিন্তা করো না। ইনশাল্লাহ সবার ফলাফলই অনেক ভালো হবে।

hsc result 2018 resultkit

১৯ শে জুলাই এবছরের এইস এস সি ফলাফল ঘোষণা করা হবে। সরাসরি ফলাফল দেখতে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিঙ্কঃ এডুকেশন বোর্ড বাংলাদেশ

লিঙ্কে ক্লিক করলেই তোমার সামনে নিচের মত একটি ড্যাশবোর্ড আসবে। এখানে তোমাকে

এক্সামিনেশন

ইয়ার

বোর্ড

রোল

রেজিস্ট্রেশন নাম্বার

এবং সর্বসেশ ভেরিফিকেশন পাজেল সল্ভ করতে হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত ফলাফল।

এবার যে পদ্বতিটির নাম বলবো সেটি হচ্ছে এস এম এস পদ্বতি।

এই প্রক্রিয়ায় তোমার কোন ইন্টারনেটের প্রয়োজন নেই। কেবলমাত্র ২.৩০ টাকা খরচের মাধ্যমেই পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত ফলাফল।

তাহলে কথা না বাড়িয়ে চলো সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে নেই।

প্রথমেই তোমার মোবাইলের মেসেজ অপশন থেকে রাইট মেসেজে যেতে হবে।

তারপর লিখতে হবে এইস এস সি।

একটা স্পেস দিয়ে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। যেমনঃ ঢাকা বোর্ড হলে লিখতে হবে DHK

আবার একটি স্পেস দিয়ে তোমার এইস এস সি পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে।

এবার আরেকটি স্পেস দিয়ে ২০১৮ লিখতে হবে আর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।

সবকিছু ঠিকঠাক থাকলে ফিরতি এস এম এসে পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত এইস এস সি রেজাল্ট ২০১৮।

কি বন্ধুরা, খুব সহজ না? অনলাইন এবং অনলাইনের বাইরে কিভাবে সহজ পদ্বতিতে সবার আগে ফলাফল দেখা যায় তা কিন্তু তুমি এখন জেনে গেলে। পোস্টটি ভালো লেগে থাকলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলোনা যেনো।

Level 0

আমি খাইরুল আবেদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

খাইরুল আবেদিন, একজন ফ্রিল্যান্স SEO expert, যে তার জ্ঞান, আইডিয়া ও অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে ভালোবাসে। সে তার নিজের ব্লগ TutorOfTech ছাড়াও Quora, Warrior Forum, Techmasterblog, Anytechtune, Bigganprojukti সহ আরও সব জনপ্রিয় বাংলা ব্লগে ক্যরিয়ার ও প্রযুক্তি বিষয়ে নিয়মিত লেখালেখি করে থাকেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস