1. ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency):
ক্রিপ্টোকারেন্সি কি তা বলার আগে বলি কারেন্সি/টাকা/অর্থ আসলে কি? একটা দশ টাকার নোট কে আমরা কেন দশ টাকা মুল্য দেই; কারন, ওই নোট টা আমরা যাকে দেবো, সেও ওটাকে দশ টাকাই মুল্য দিবে। শুধু তাই নয়, ওই নোট টাকে যে দশ টাকাই মুল্য দিতে হবে, সেটার লিখিত আইন সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে পাশ করা আছে।
এখন, কিছু মানুষ চিন্তা করলো যে, তারা যদি এক ধরনের ভার্চুয়াল কারেন্সি তৈরি করে সেটাকে প্রয়োজনে ব্যবহার করতে পারে এবং লোকজন সেটাকে মুল্য দেয় তাহলে, তারা এই ভার্চুয়াল কারেন্সি দিয়েই সবকিছু কিনতে পারবে, ব্যয় করতে পারবে এবং বেশি বেশি উৎপন্ন করে অনেক ধনী হতে পারবে। ক্রিপ্টোকারেন্সি হল এমনই এক ধরনের ডিজিটাল কারেন্সি, যা কম্পিউটার এনক্রিপশনের মাধ্যমে তৈরি। শুধু তাই নয়, এই কারেন্সিকে যাতে লোকজন মুল্য দেয় সেজন্য এখন প্রডাকশন কোম্পানিগুলো শত শত কোটি টাকা খরচ করে ক্রপ্টো-মার্কেট ও লোকজনদের কাছে সেটার মুল্য তৈরি করে। আর ক্রিপ্টোকারেন্সি যে টেকনোলজি ব্যবহার কয়েন লেনদেন/মুল্য নির্ধারন করে সেটাকে বলে ব্লকচেইন টেকনোলজি (Blockchain Technology)।
2. বিটকয়েন (Bitcoin):
বিটকয়েন হল বাজারে আসা সর্বপ্রথম ও বর্তমানে সবচেয়ে সফল ক্রিপ্টোকারেন্সি। এক বিটকয়েনের মুল্য বর্তমানে প্রায় $6, 500 অর্থাৎ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা। এর মুল্য সময়ের সাথে সাথে কিছুটা ওঠা-নামা করে। যেমন, গত বছর ডিসেম্বরে এর মুল্য বেড়ে $20, 000 ও হয়েছিল। তারপর মুল্য অনেকটা কমে গেলেও এখন একটা স্ট্যাবল অবস্থানে আছে। তবে, এটা নিশ্চিত যে, বিটকয়েনের মুল্য কখনই শুন্য হবে না। কারন, এর প্রয়োজন সবসময় থেকেই যাবে, বর্তমানে অনেক দেশের অর্থনীতি, বানিজ্য, লেনদেন বিটকয়েনের উপ্র নির্ভরশীল হয়ে পড়েছে। বরং ধারনা করা হচ্ছে, এ বছেরের শেষ অবধি, বিটকয়েনের মুল্য $50, 000 পর্যন্ত উঠতে পারে।
3. সাতশি (Satoshi):
সাতশি হল বিটকয়েনের ক্ষুদ্র একক। 1 Satoshi = 0.00000001 Bitcoin. বর্তমানে বিটকয়েনের মুল্য বেশি হওয়ায় সাতশি হিসাবে ক্রিপ্টো-মার্কেটে লেনদেন করা হয়। বিটকয়েনের প্রতিষ্ঠাতা Satoshi Nakamoto (বানানো নাম, আসল নাম কেউ জানে না) এর নাম অনুসারে বিটকয়েনের ক্ষুদ্র এককের নাম দেয়া হয় সাতশি।
4. এয়ারড্রপ(Airdrop):
এয়ারড্রপ এমন একটা সার্ভিস, যার মাধ্যমে আপনারা বিনা ইনভেস্টে বিটকয়েনসহ আরো অনেক ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন। বর্তমানে প্রায় প্রতিনিয়তই নতুন নতুন কোম্পানি নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাজারে আসে। যখন একটা নতুন কোম্পানি একটা নতুন ক্রিপ্টোকারেন্সি/কয়েন তৈরি করে, তখন তারা ফ্রি তে সেই কয়েন সবার কাছে বন্টন করে দেয়। কেন দেয়? কারন, এতে কয়েনের প্রচার এবং মুল্য বাড়ে। মুল্য কিভাবে বাড়ে? কারন, কেউ যখন কোনো জিনিস ফ্রি তে পায় তখন সে মনে মনে এটা আশা করে যে, জিনিসটা যেন অনেক দামী হয়। যখন, নতুন একটা কয়েন সবার কাছে বিলিয়ে দেওয়া হয়, তখন সবাই আশা করে, এই কয়েন টার দাম অনেক বেশি হোক। আর, যে কয়েন যার কাছে নাই সে তো চাইবেই যে ওই কয়েন টার দাম কমে যাক বা শুন্য হয়ে যাক। তাই কয়েন ফ্রিতে সবাইকে দেওয়ার মাধ্যমে তার দাম বাড়ানো হয়। সকল কোম্পানিই এটা করে থাকে। বিটকয়েনও যখন বিটকয়েন-ক্যাশ (Bitcoin Cash) বাজারে ছাড়ে, তখন সকল বিটকয়েন ইউজারদের কছে ফ্রি তে বিলিয়ে দেয়। (এক বিটকয়েন ক্যাশ এর বর্তমান মুল্য প্রায় $700)। আর এভাবে ফ্রিতে সবাইকে বিলিয়ে দেওয়াকে ক্রিপ্টো-মার্কেটে এয়ারড্রপ (Airdrop) বলে। আর যে সময় পর্যন্ত কোম্পানিগুলো ফ্রিতে কয়েন সাপ্লাই দেয়, তাকে বলে ICO (Initial Coin Offering) Period। আপনিও চাইলে এয়ারড্রপে অংশ নিয়ে কয়েন কালেক্ট করে সেগুলোকে মার্কেটে বিক্রি করে বিটকয়েন ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে জাস্ট বিভিন্ন ICO site এ রেজিস্টার/সাইন আপ করতে হবে এবং কয়েন কালেক্ট করার মত ওয়ালেট (Wallet) থাকতে হবে।
১। My Ether Wallet (MEW): বর্তমানে অধিকাংশ ICO ই Ethereum Blockchain based। তাই একটা MEW Wallet Address থাকা খুবই গুরুত্বপুর্ন।
২। Other Wallets: MEW ছাড়াও বিটকয়েন ও অন্যান্য কয়েন নিরাপদে রাখার জন্য একটা Coinbase ID এবং Airdrop Coins লেনদেনের জন্য Coinexchange.io তে একটা ID তৈরি করুন
৩। Social Media IDs: Airdrop এ অংশ নেওয়ার জন্য নিম্নলিখিত social media site গুলোতে ID করে রাখুনঃ
Compulsory: Facebook, Twitter, Telegram
Optional: Reddit, Medium, Instagram, Bitcointalk
আর প্রতিদিন নতুন নুতুন Airdrop এর খোঁজ পেতে এবং অংশ নিয়ে Cryptocurrency আয় করতে, আমাদের Facebook Page / Medium Channel কে like এবং Follow করুনঃ
Facebook Page : Bitcoins & Crypto Airdrops BD
Medium Channel : Bitcoins & Crypto Airdrops BD
আমি আব্দুল আহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Khub shundor post likhsen.valo laglo,amar 1ta Group ase facebook a -CATCH THE CRYPTO AIRDROP – join korle khushi hobo.