নয়াদিল্লি: কিছুদিনের মধ্যেই ভারতের হাতে আসবে সেই অস্ত্র, যা দিয়ে আঘাত করা যাবে চিনের যে কোনও অংশে। ভারতের সামরিক শক্তি বাড়িয়ে হাতে আসছে অগ্নি-৫। পরমাণু অস্ত্র নিয়ে এটি ছুটতে পারে ৫০০০ কিলোমিটার। এলিট স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডোর হাতে চলে আসবে সেই মিসাইল।
ভারতীয় সেনার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এসএফসি-কে দেওয়ার আগে অগ্নি-৫-এর রুটিনমাফিক পরীক্ষা চলছে এখন। চিনের বেজিং, সাংহাই, গুয়াংঝু তো বটেই, অগ্নি-৫-এর আওতায় এসে যাবে হংকং-ও। গত মাসে ওড়িশা উপকূল থেকে এই আগ্নেয়াস্ত্রর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে।
আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়ার মত হাতে গোনা কয়েকটি দেশেরই হাতে এই ধরনের মিসাইল আছে। ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে ৭০০ কিলোমিটার পাল্লার অগ্নি-১, ২, ০০০ কিলোমিটার পাল্লার অগ্নি-২, ২, ৫০০ কিলোমিটারের অগ্নি-৩ ও ৩, ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি-৪। এবার অগ্নি-৫-ও তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর হাতে।
অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলতে আরও বেশ কয়েকটি প্রকল্পের ওপর কাজ চালাচ্ছে কেন্দ্র। ইন্ডিয়া
আমি জয়ন্ত বিশ্বাস। , Youtuers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।