সমাহার সফট চালু করলো করপোরেট বাল্ক এসএমএস

আপনার প্রয়োজন বুঝেই এলো গ্রাহক বান্ধব বাল্ক এসএমএস সলিউশনস

সমাহার সফটের নিরাপদ, বিশ্বস্ত ও শক্তিশালী করপোরেট বাল্ক এসএমএস-এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট বেইজ গড়ে তুলুন!

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উচ্চ গতির এসএমএস ভিত্তিক যোগাযোগ সুবিধা দিতে বাংলাদেশে এই প্রথম সমাহার সফট নিয়ে এলো করপোরেট বাল্ক এসএমএস! এই সার্ভিসে যেকোন প্রতিষ্ঠান তার নিজস্ব অ্যাপ্লিকেশনের সাথে সমন্বয় করে কাঙ্ক্ষিত ব্যবসায়িক বলয়ে দ্রুতগতির এসএমএস ব্যবস্থা চালু করতে পারবে। তাই দারুণ শক্তিশালী এই যোগাযোগ ব্যবস্থাটি আপনার সামগ্রিক ব্যবসায়িক সমৃদ্ধিকে নিশ্চিতভাবেই ত্বরান্বিত করবে।

সমাহার সফটের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিজনেস মার্কেটে নিজেক ’সামগ্রিক সমাধান দাতা’ হিসাবে প্রতিষ্ঠিত করা। আর এরই অংশ হিসাবে এলো করপোরেট বাল্ক এসএমএস!

করপোরেট বাল্ক এসএমএস-এ যা থাকছে:

  • একটি বিজনেস ইউজার একাউন্ট থেকে ১০টি পর্যন্ত মাস্কিং সুবিধা
  • একবারে ৩ টি এসএমএস বা ৪৫৯টি ক্যারেক্টার পাঠানোর সুবিধা
  • একবারে ৫০, ০০০টি পুশ এসএমএস পাঠানোর সুবিধা
  • ডায়নামিক এসএমএস পাঠানোর সুবিধা
  • এপিআই ভিত্তিক সমাধান (ক্লায়েন্ট ডেটাবেইজের সাথে সমন্বিত করে)
  • ক্লায়েন্ট পাবে GUI সুবিধা
  • যেকোন নম্বরে ফ্ল্যাট ট্যারিফ সুবিধা
  • বিরক্ত করবেন না’ (Do Not Disturb) অপশন সমন্বিত
  • শুধুমাত্র সমাহার সফটের করপোরেট ক্লায়েন্টগণ এই সার্ভিস পেতে পারেন

আপনার ব্যবসার জন্য যেভাবে লাভজনক:

  • বহুমুখী ব্র্যান্ডিং সুবিধা
  • খুবই সাশ্রয়ী ও ফ্ল্যাট ট্যারিফ সুবিধায় ত্বরিত যোগাযোগ
  • কোন রকম বিনিয়োগ ছাড়াই দারুণ ব্যয় সংকোচন সমাধান

আর এ সবের সামগ্রিক ফলাফল হচ্ছে ব্যবসায়িক দক্ষতা ও সমৃদ্ধি।

এই সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

মোবাইল: 01711113852, 01910112983

ই-মেইল :[email protected], [email protected]  ওয়েবসাইট: http://www.samaharsoft.com

ঢাকা অফিস: ১৪১/বি, প্যারাগন কমপ্লেক্স(২য় তলা), সেক্টর-৮, উত্তরা, ঢাকা-১০০০

করপোরেট অফিস: সিকদার প্লাজা (১ম ও ২য় ফ্লোর) লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর- ১৭৩০

গাজীপুর অফিস:  ১০৯/এ, হাবিব উল্লাহ সরণী, জয়দেবপুর, গাজীপুর- ১৭০০।

Level 0

আমি এম এস হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন লেখক। আমার জন্ম ১ নভেম্বর ১৯৮৭ সালের রবিবারে গাজীপুর জেলার কাপাসিয়া থানার উত্তর খামের গ্রামে। আমি স্ব-শিক্ষিত এছাড়া প্রশিক্ষণ গ্রহণ করি সার্টিফিকেট-ইন-মাইক্রোসফট ওয়ার্ড, সার্টিফিকেট-ইন-মাইক্রোসফট এক্সসেল, সার্টিফিকেট-ইন-এডোবি ইলিস্ট্রেটল, সার্টিফিকেট-ইন-ফটোসপ, সার্টিফিকেট-ইন-ভিডিও এডিটং। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। কবিতা, উপন্যাস, গান, ছোটগল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের শাখায় প্রতিভার স্বাক্ষর রয়েছে। আমার লেখা কিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।

টেকটিউনসে ডিজিটাল মার্কেটিং করুন ১০ ধরনের এডভার্টাইজমেন্ট অপশনের মাধ্যমে। দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।

09 July 2018 এর আগে অর্ডার করলে পাচ্ছেন ২০০০ টাকা বোনাস সাথে সাথে।

টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন