বর্তমানে অনেকেরই, ইন্টারনেট একটি মৌলিক চাহিদা। তারা একদিন না খেয়ে হয়তো থাকতে পারবে কিন্তু একদিন ইন্টারনেট কানেকশন ছাড়া থাকা অসম্ভব একটি ব্যাপার তাদের জন্য। তাই যেখানেই ইন্টারনেট পাক না কেন সেটাই ব্যবহার করা শুরু করবে। আর ফ্রী বা পাবলিক ওয়াই-ফাই হলেতো কথাই নেই। আর এখন তো ‘ফ্রি ওয়াই-ফাই’ জোনের এতোটাই চাহিদা যে রেলস্টেশন, বিমানবন্দর হতে শুরু করে বহু রেস্তোরাঁ এমনকি বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাও গ্রাহক টানতে এখন 'ফ্রী ওয়াই-ফাই'-এর ব্যাবস্থা দিচ্ছে। আর সবাই সেটা আনন্দের সাথে ব্যবহার করছে। কিন্তু তাদের জন্য বলছি, এবার একটু থামেন এবং পাবলিক বা ফ্রী ওয়াই-ফাই ব্যবহারে সাবধান হউন। কারণ এই ভাবে আপনি আপনার অজান্তেই আপনার ভিবিন্ন প্রয়োজনীয় তথ্য অন্যকে দিয়ে দিচ্ছেন।
কিভাবে? আপনি যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করেন এবং সেখানে সাইন-আপ বা লগইন করার জন্য যখন আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করেন অথবা যেকোনো ধরনের তথ্য ওয়েবসাইটটিতে দেন, তখন ওয়েবসাইটে আপনার দেওয়া তথ্যগুলো একটি ডেটা প্যাকে পরিনিত হয়ে ইন্টারনেটের মাধ্যমে সেই ওয়েবসাইটের সার্ভারে প্রবেশ করে। এখন যদি আপনি মোবাইল ডাটা ব্যবহার করেন, তাহলে সেই ডাটাগুলো মোবাইল অপারেটরের মাধ্যমে সেই ওয়েবসাইটে প্রবেশ করবে। এর মাঝে আপনার তথ্যগুলো দেখার কারো কোন রকম সুযোগ থাকেনা। কিন্তু আপনি যখন ব্রডব্র্যান্ড লাইন অথবা ওয়াই-ফাই ব্যবহার করেন তখন সেই তথ্যগুলো ঐ ব্রডব্র্যান্ড বা ওয়াই-ফাই-এর মালিকের দেখার সুযোগ থাকে। অর্থাৎ আপনার তথ্যগুলো হ্যাক হতে পারে। এখন সাধারণত যেই সকল ওয়েবসাইটের আগে http:// (hyper text transfer protocol) লেখা থাকে সেই ওয়েবসাইটগুলোর তথ্য এনক্রিপটেড থাকে না। যার ফলে ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো ট্রান্সফার হওয়ার সময় তথ্যগুলো সহজেই হ্যাক হতে পারে। কিন্তু https://(hypertext transfer protocol secure) লেখা ওয়েবসাইটগুলোর তথ্য এনক্রিপটেড থাকে। যার ফলে ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো ট্রান্সফার হওয়ার সময় তথ্যগুলো সহজেই হ্যাক হতে পারে না কিংবা মাঝে কেউ তথ্যগুলো দেখতে পারে না। তাই সবসময় https:// লেখা ওয়েবসাইটগুলো ব্যবহার করা উচিত। আর হ্যা, অবশ্যই এখন থেকে যেকোনো ধরনের পাবলিক কিংবা ফ্রী ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন।
আমি সাকিব খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।