বন্ধ করুন ফেসবুক ইউটিউব টুইটাওয়ার থেকে আসা ইমেইল নোটিফিকেশন সুরক্ষিত ও ফাঁকা রাখুন আপনার ইমেইলের ইনবক্স

আসসালামুওলাইকুম কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি তবে ঈদের ছুটি এখনো কাটিয়ে উঠতে পারি নি 😀 :D। যাইহোক কথা না বাড়িয়ে চলেন সরাসরি টিউনে চলে আসি। আজ আমি আপনাদের সাথে অতি প্রয়োজনীয় একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আমাদের সবারই ইমেইল অ্যাড্রেস আছে এবং সেই ইমেইল অ্যাড্রেস দিয়ে আমরা অনেকেই অনেক ধরনের আইডি খুলে থাকি যেমন ফেসবুক, ইউটিউব, টিউটাওয়ার, লিংকডআইডি সহ আরো অনেক সোস্যাল মিডিয়াতে আইডি খুলে থাকি কিন্তু দুক্ষের বিষয় হল আমাদের সোস্যাল মিডিয়াতে আসা নোটিফিকেশন আবার আমাদের ইমেইলের ইনবক্স এ চলে আসে আমাদের ইমেইলের ইনবক্স ফুল হয়ে যায় আর তখন আমরা আমাদের প্রয়োজনীয় ও দরকারি ইমেইল গুলাই খুঁজে পাই না। কয়দিন আগেই আমি আমার ইনবক্স তেকে পাঁচ হাজারের ও বেশি ইমেইল ডিলিট করেছি। ব্যাপারটা আসলেই বিরক্তিকর কারন আপনার ফটোতে কে কি টিউমেন্ট করলো, কে আপনাকে বন্ধু হওয়ার জন্য অনুরোধ করলো এই সব বিষয় গুলাই আবার ইমেইলে পাঠানো হয়। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র একাউন্ট রিলেটেড ইমেইল ছাড়া অন্য সব নোটিফিকেশন ইমেইল বন্ধ করা যায়।

এইসব বিরক্তিকর নোটিফিকেশন ইমেইল বন্ধ করবেন যেভাবেঃ 

https://youtu.be/vAb5W6Nt4uY

যাষ্ট এই ভিডিওটা দেখবেন আর সেটিং গুলা পরিবর্তন করলেই হবে

দেখুন ইমেইল গুলা আমাদের কে কিভাবে ক্ষতি করে

ইউটিউব থেকে আমাদের যে সব নোটিফিকেশন ইমেইল দেওয়া হয়ঃ

যে গুলার একটাও আমাদের কাজে লাগে না।

টুইটাওয়ার থেকে আমাদের যে সব নোটিফিকেশন ইমেইল দেওয়া হয়ঃ

এইগুলার একটাও আমাদের কাজে লাগে না।

আশা করছি টিউনটি আপনাদের ভাল লেগেছে। আরো ভাল কিছু  পাওয়ার জন্য প্লিজ আমায় একটু উৎসাহিত করবেন। প্লিজ আমার চ্যনেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তি টিউনে।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস