আমার এই টিউনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। টেকটিউনস সাইটে টিউন করতে আমার অনেক ভালো লাগে যার কারনে আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ন টিউন শেয়ার করি। যেন আপনারা এই টিউন গুলি পড়ে অনেক উপকৃত হন। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে চান আমার এই টিউন টি শুধু তাদের জন্য। আপনারা হয়ত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করেছেন কিন্তু প্লাগিন সম্পর্কে তেমন ধারনা নেই। এজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ন ১০ টি প্লাগিন এর কাজ। এগুলো ব্যবহার করলে আপনার ওয়েবসাইট অনেক সুন্দর হবে আশা করি। এর আগে আমি ওয়ার্ডপ্রেস কী এবং কেন বেশি জনপ্রিয় এই বিষয়ে একটি টিউন করেছিলাম চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। নিচে জনপ্রিয় ১০ টি প্লাগিন সম্পর্কে আলোচনা করা হলো।
১. আকসমিট : আপনারা যারা হয়ত নতুন তারা বুঝবেন না যে এই প্লাগিন দ্বারা কি কাজ করা হয়। অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন কারনে স্পাম এটাক করে ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে যার ফলে আপনার ওরেয়সাইট অনেক স্লো হতে পারে। এজন্য ওয়েবসাইটকে স্পাম মুক্ত রাখতে এই প্লাগিন খুবই গুরুত্বপূর্ন। এজন্য আকসমিট প্লাগিনটা ভালোভাবে সেটআপ করে নিবেন।
২. অল ইন ওয়ান এসইও প্যাক : এই প্লাগিন আপনার ওয়েবসাইট এসইও করার জন্য খুবই গুরুত্বপূর্ন একটি প্লাগিং। আপনার ওয়েবসাইট কে যদি গুগল রেংকিং এ এগিয়ে নিতে চান তাহলে এই প্লাগিন এর কোন তুলনা নেই। আপনি যদি এই প্লাগিন ভালোভাবে ইনস্টল করে কাজ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার ওয়েবসাইট গুগল রেংকিং এ চলে আসবে। এজন্য এই প্লাগিন খুবই গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে।
৩. গুগল এস্ক এম এল সাইট ম্যাপ : এই প্লাগিন ব্দারা আপনার টিউন গুগলে অটোমেটিক ভাবে ইনডেস্ক হবে। যার ফলে এই প্লাগিং খুবই গুরুত্বপূর্ন কারন আপনি একটি টিউন করলেন কিন্তু সেই টিউন গুগলে সাবমিট করলেন না তাহলে কিন্তু আপনি ভিজিটর পাবেন না। যার ফলে আপনার টিউন বেশি জনপ্রিয় হবে না। আর আপনি যদি এই প্লাগিন টা ইনস্টল করে সেটআপ করেন। তাহলে আপনার টিউন অটোমেটিক ভাবে গুগল ইনডেস্ক করবে। যার ফলে আপনার ইনডেস্ক করতে হবে না। এজন্য ভিজিটর পেতে হলে এই প্লাগিন খুবই গুরুত্বপূর্ন।
৪. কন্টাক ফরম ৭ : এই প্লাগিন দিয়ে আপনি আপনার কন্টাক ফরম তৈরি করতে পারবেন। অনেক সময় হয়তো দেখবেন কন্টাক আস নামে একটি মেনু থাকে। এই মেনুটি মূলত এই প্লাগিন দ্বারা তৈরি করা হয়।
আসলে আমি ব্যাস্ত থাকার কারনে আপনাদের মাঝে ১০ টি প্লাগিন সম্পর্কে বলতে পারলাম না মাত্র ৪টি প্লাগিন সম্পর্কে আলোচনা করলাম। যাই হোক আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের ১০টি প্লাগিন সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
আমি এসএম নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wordpress পরিপূর্ন একটি রেডিমেট স্ক্যাপ্টি, এখানে প্লাগিন ব্যবহার অহেতুক সাইট ভারি করে নেওয়া, অনেক হোস্টি সাইট PHP লিমিট দেওয়া থাকে আপনি বেশি প্লাগিন্ নিবেন সাইট ভিসিটর ভারি হয়ে সাইট নষ্ট হবে। ওয়াডর্পেস ছাড়া আরো অনেক স্ক্যাপ্ট আছে যা সাইট বারি করে না ডিমে http://10.usa.cc/PhoneBook/Public/View/