আশাকরি সবাই ভালো আছেন। আপনারা যারা ওয়েবসাইট তৈরি করেছেন কিন্তু ওয়েবসাইট লোড হতে অনেক সময় নিচ্ছে। যার ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে ভিজিটর অনেক কম আশাকরি এই টিউনের নিয়মগুলো মেনে চললে আপনার ওয়েবসাইটের গতি অনেক বৃদ্ধি পাবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১। আপনার ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করার জন্য সবার আগে যে বিষয় টি বেশি গুরুত্বপূর্ণ সেটা হল ভালোমানের হোস্টিং ক্রয় করা। বর্তমানে অনেক কোম্পানি আছে যারা অনেক কম দামে হোস্টিং দিয়ে থাকে। যার ফলে আমরা সবসময় সস্তা হোস্টিং নিয়ে থাকি। এই সকল কম দামের হোস্টিং থেকে দুরে থাকবেন। কারন আপনি যদি অনলাইনে ক্যারিয়ার গরতে চান তাহলে এই কম দামের হোস্টিং কিনে কোন দিনই ক্যারিয়ার গরতে পারকেন না। আপনি ৫০ টাকায় ও ১ জিবি হোস্টিং পাবেন আবার ২/৩ হাজার টাকায় ও ১ জিবি হোস্টিং কিনতে পারবেন। এখন আপনি নিজেই ভাবুন কোন কোয়ালিটির হস্টিং কিনবেন। আমি মনে করি আপনি যদি সত্যি সত্যি এই পেশায় আশাকরি হোস্টিং এর বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে এখানে ক্লিক করুন তাহলে এই বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন।
২। আপনার ওয়েবসাইট এর স্পীড বাড়াতে অবশ্যই আপনার সাইট কে কম্প্রেস করতে হবে যেন সাইজ ছোট হয়। আপনার ওয়েকসাইটের সাইজ ছোট হবে সাইট ততো তারাতারি লোড হবে। আপনার সাইট এর সাইজ ছোট করতে দুইটি উপায় আছে।
একটি হল আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ gzip অন করতে হবে। নিছের দিকে গেলে gzip নামে একটা অপশন পাবেন এখানে ০ এর জায়গায় ১ দিন। তাহলেই আপনার কাজ শেষ। আর একটি উপায় হল সি-প্যানেল এর মাধ্যমে স্পিড বাড়ানো। সি-প্যানেল এর মাধ্যমে কি করে ওয়েবসাইটের স্পিড বাড়াবেন সেটা আপনাদের আমি পরের টিউনে দেখাবো।
৩। w3 Total cach প্লাগিন ব্যবহার করা। এটিও একটা গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন। এ রকম স্পিড বাড়ানোর জন্য অনেক ক্যাশ প্লাগিন আছে এর মধ্যে w3 total cache & wp-super cache সবচেয়ে ভালো বলে আমি করি। আপনার যদি স্ট্যাটিক সাইট হয় মানে হল তেমন কোন পরিবর্তন করতে হয় না তাহলে বলবো wp-super cache প্লাগিন টা ব্যবহার করেন। আর যদি আপনার সাইট ব্লগ হয় তাহলে w3 total cache এইটা ব্যবহার করুন। এর কারন হল ব্লগ সাধারনত টিউন এ ভিউ কাউন্টার ব্যবহার করা হয় যে একটা টিউন কতবার পড়া হয়েছে। আপনি যদি w3 total cache ব্যবহার করেন তাহলে এই ভিউ কাউন্টার ঠিক মতো কাজ করবে কিন্তু যদি wp-super cache ব্যবহার করেন তাহলে টিউন ভিউ করলে যে কাউন্টার সংখ্যা এক এক করে বারবে সেটা বারে না। এর কারন হল এই প্লাগিন আপনার সাইট এর প্রতিটি পেজ বা টিউন কে একটা এইচটিএমএল পেজ বানিএ এ ফেলে ফলে নতুন কোন টিউন পাবলিশ বা ক্যাশ ডিলিট না করলে এর সংখ্যা বারে না। তবে কোন টিউন পাবলিশ বা ক্যাশ ডিলিট করলে একবারে বারে।
আমি ব্যাস্ত থাকার কারনে আপনাদের সব গুলো অপশন দিতে পারলাম না এই কারনে ক্ষমা চেয়ে নিচ্ছি। অপশন দিতে না পারলেও আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন অথবা ভিজিট করুন http://www.bdhelpnet.com আশা করি আপনি এইখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
আমি নাইম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।