একটি নতুন ওয়েবসাইট তৈরি করার পর আমরা প্রথমেই যে জিনিসটার উপর গুরুত্ব দেই তা হলো ভিজটির। ভিজিটর ই মূলত একটি ওয়েবসাইটের প্রান। আপনার ওয়েবসাইটে যদি পর্যাপ্ত পরিমানে ভিজিটর না থাকে তাহলে সেই ওয়েবসাইটের কোন দামই থাকে না। তাই আজকে আমরা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো এবং ভিজিটর ধরে রাখার কয়েকটি উপায় সম্পর্কে জানবো। আসুন তবে শুরু করা যাক।
এখন জানুন ওয়েবসাইটে কিভাবে ভিজিটর নিয়ে আসা যায় :
নতুন কিংবা পুরনো যেকোনো ধরনের ওয়েবসাইটেই ভিজিটর বাড়ানোর অন্যতম প্রধান একটি উপায় হতে পারে সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO)। সার্চইন্জিন গুলোতে আমরা বিভিন্ন কী-ওয়ার্ড লিখে সার্চ করি, সার্চ রেজাল্টে প্রথমে যে ওয়েবসাইট গুলো আসে সেখান থেকে প্রথম পেজের ওয়েবসাইট গুলোই আমরা সাধারনত ভিজিট করে থাকি। পরের পেজে আর কিন্তু দেখি না।
সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) এর মূল কাজই হলো ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের উপরে তুলে আনা। তবে সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) এর ব্যাপ্তি অনেক বড়, এটি শুরু করার আগে অনপেজ, অফপেজ, টাইটেল এবং ইমেজ অপটিমাইজেশন, কীওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক এই ব্যাপার গুলো সম্পর্কে পরিপূর্ন ধারনা থাকা প্রয়োজন। তাহলে আপনি ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন। এসইও সম্পর্কে জানতে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
একটি ওয়েবসাইট যখন নতুন তখন সে ওয়েবসাইট সম্পর্কে কেউ জানে না। তাই আপনার ওয়েবসাইটের টার্গেট ভিজিটরদের কাছে পৌছানোর সব থেকে সহজ এবং কার্যকরী উপায় হতে পারে সোশ্যাল মিডিয়া। এক্ষেত্রে আপনি যদি ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার, স্নাপচ্যাট, রেডিট সম্পর্কে ভালো ধারনা রাখেন তাহলে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য এইসব সোশ্যাল মিডিয়া সাইট থেকে ভিজিটর ডাইভার্ট করে আপনার ওয়েবসাইটে নিতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো ওয়েবসাইটই খুব ভালো পজিশনে যেতে পারে না। কারন বর্তমানে সকল মানুষই বেশির ভাগ সময় কাটায় এই সামাজিক সাইটগুলোতে। তাই আপনি এখানে ওয়েবসাইটের টিউন গুলো খুব সহজেই শেয়ার করার মাধ্যমে ভিজিটর নিয়ে আসতে পারেন। এ থেকে বুঝে নেয়া যেতে পরে সোশ্যাল মিডিয়াগুলো ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য কতোটা গুরুত্বপূর্ন। সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইটে ভিজিটর অনার আরেকটি অণ্যতম পদ্ধতি হতে পারে ওয়েবসাইটে ব্লগ টিউমেন্ট করা। নিশ রিলেটেড ব্লগ গুলো খুঁজে বের করে টিউমেন্ট অপশনে টিউমেন্ট করে সাইটের লিংক হাইপার লিংক করে দিতে হয়। এর ফলে সেই লিংকের মাধ্যমে ওই ব্লগের ভিজিটর রা আপনার ওয়েবসাইট ভিজিট করবে। এটি সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) এর ভাষায় বলা হয় ব্যাক লিংক। এর ফলে সাইটে যেমন ভিজিটর আসে তেমনি গুগল সার্চ রেজাল্টেও সাইট উপরের দিকে চলে আসে। তবে ব্লগ টিউমেন্ট বা ব্যাংকলিংক ক্রিয়েট করার সময় খেয়াল রাখতে হবে যে সাইট থেকে আমরা ব্যাকলিংক নিচ্ছি সেটা যেনো অবশ্যই নিশ রিলেটেড হয়। তা না হলে গুগস সেই ব্যাক লিংককে ভ্যালু দিবে না।
উপরের আলোচনার মাধ্যমে আমরা এতক্ষন ওয়বসাইটে কিভাবে ভিজিটর আনা যায় সে ব্যাপারে ধারনা পেলাম। তবে মূল কাজটা কিন্তু এখানেই শেষ না। বরং মূল কাজটা মাত্র শুরু। কারন একটা ওয়েবসাইটে শুধু ভিজিটর আনলেই হবে না। সেই ভিজিটরকে অবশ্যই ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এর বাইরে দেখাযায় অনেক ভিজিটর ওয়েবসাইট লোড হওয়ার পরপর ই ভিজিটর সাইট টি বন্ধ করে দেন। এটা যেকোনো ওয়েবসাইটের জন্য খুবই খারাপ লক্ষন। ওর ফলে ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যায়। আমি বাউন্স রেট সম্পর্কে পরের টিউনে আলোচনা করবো। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এটা খুবই গুরুত্বপূর্ন একটা ব্যাপার যে, আপনার ধারনা থাকতে হবে একজন ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে কি ধরনের কন্টেন্ট এক্সপেক্ট করতে পারে। অপনার অবশ্যই উচিত হবে সেই ধরনের কান্টেন্ট ই ওয়েবসইটে বেশি বেশি করে রাখা। ধরা যাক একজন ভিজিটর একটা বই কিনতে একটা ওয়েবসাইটে ঢুকলেন। কিন্তু তিনি যে সাইট টা ভিজিট করছেন সেটা একটি বই রিভিউ এর সাইট। এখানে ভিজিটরের এক্সপেক্টেশন ফুলফিল না হওয়ার কারনে ভিজিটর সাথে সাথে সেই ওয়েবসাইট টি বন্ধ করে দিবে। এজন্য ভিজিটর কি চাচ্ছে সেই দিকে বেশি বেশি খেয়াল করে সেই সম্পর্কে বেশি বেশি করে টিউন করতে হবে। তাহলে আপনি আশা করা যায় ওয়েবসাইটে বোশ ভিজিটর নিয়ে আসতে পারবেন। এখন কথা হলো ভিজিটর আনলেন কিন্তু তারা বেশিক্ষন থাকে না। তাহলে কিন্তু সমস্যা এখন দেখে নিন কি ভাবে ভিজিটর ধরে রাখবেন। ইত্যাদি আপনি যদি উপরের এই কাজগুলো করেন তাহলে আপনার ভিজিটর নিয়ে আর চিন্তা করতে হবে না। এছারা আপনি চাইলে এই সকল বিষয় সম্পর্কে জানতে নিচের এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। http://www.bdhelpnet.com ধন্যবাদ সবাইকে।
আমি নাইম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।