পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অদ্ভুত কত ঘটনা। এর কোনোটা আমরা জানতে পারছি আবার কোনোটা অজানা রয়ে যাচ্ছে। এরকমই কিছু অবিশ্বাস্য কিন্তু সত্য ৪টি তথ্য আপনাদের বলতে যাচ্ছি-
সাবান খেকো:
প্রতিদিন সাবান খান যুক্তরাস্ট্রের টেম্টিউন হেন্ডারসন। অন্তত দৈনিক পাচঁটি সাবান খাওয়ার প্রয়োজন হয় তার। সাবান খেলে প্রাণ যেতে পারে এই কথা জানার পরও হেন্ডারসন সাবান খাওয়া অব্যাহত রয়েছে। চিকিৎসকদের মতে হেন্ডারসন পাইকা নামক একধরনের রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অস্বাভাবিক খাবারে অভ্যস্ত হয়ে পড়ে। সাবান ছাড়াও তারা ধাতব মুদ্রা, চক, ব্যাটারি ও টুথব্রাশের মতো খাদ্য ভক্ষণ করতে পারে পাইকা আক্রান্ত রোগীরা। সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১
চুম্বকের ধর্ম হচ্ছে কেবল ধাতব বস্তুকে আকর্ষণ করা কিন্তু চুম্বক মানব শরীরে আকর্ষন করছে! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে সার্বিয়াতে। দেশটির সাত বছরের শিশু ‘বোগদান’ এর সংস্পর্শে কোন ধাতব বস্তু এলেই আটকে যায়। চিনামাটির থালা, বাটি, টিভির রিমোট কন্ট্রোল, ইলেক্ট্রনিক যন্ত্র, ধাতব চামচ, ধাতব ছুরি ইত্যাদি ‘বোগদানের’ গায়ে রাখলে তা আঠার মত আটকে থাকে। বোগদানের পরিবারের সদস্যদের ভাষ্য জন্ম থেকেই বিভিন্ন বস্তুকে আকর্ষণ করার এই ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে ‘বোগদানের’ শরীরে। সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১ এইছাড়া একটি লিংক শেয়ার করছি যেখানে একসাথে অনেক চুম্বক মানবকে দেখতে পারবেন।
দেখামাত্র অবাক হবেন যে কেউ, যে এ আবার কেমন গিটার। কিন্তু সত্য হলো এই গিটারটির রয়েছে বারোটি গলা। ৬ মাসের অক্লান্ত পরিশ্রম শেষে তৈরী করা হয়েছে এই গিটারটি। সুর তুলতে ঝামেলা এড়াতে গিটারটি তৈরী করা হয়েছে অর্ধবৃত্তাকার আদলে। বিরল এই গিটারটি তৈরী করেছেন শিল্পী ‘ইয়োশিহিকে স্যাটো’। সংগ্রহ:কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১
আগুন মানব:
ঘটনাটা বাংলাদেশেরই। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার একটা ছোট খাটো দোকানও আছে। যেখানে তিনি পিয়াজি ও তেলেভাজা জিনিষ বিক্রি করেন। অবাক করা তথ্য হলো, তিনি গরম তেলে হাত দিতে পারেন, খেতেও পারেন কিছুই হয়না। এটা তার কাছে ছেলেখেলা। তিনি জানান, বন্ধুদের সাথে বাঝি ধরে গরম তেলে হাত দেয়া শুরু করেন। এখন আর তার কোনো সমস্যা হয়না।
আমি নাবিল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।