আসসালামু’আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন। আমি একজন নতুন টেকটিউনার সদস্য এবং এটি আমার প্রথম টিউন। সুতরাং, কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমা করবেন।
আজকে আমি যে বিষয়ে টিউন লিখতে যাচ্ছি হয়তো অনেকেই জানেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য আশা করছি এটি উপকারে আসবে। অনেকেই আছেন যারা নেটেলার একাউন্ট খুলেন এবং সর্বনিম্ন $৫ ডলার ফান্ড করতে বাধ্য হন। কিন্তু দেখা যায় ডকুমেন্ট সাবমিট করার পর অনেকের একাউন্ট পার্মানেন্টলি ক্লোজড করে দেয়। আশা করছি কিছু ধাপ অনুসরণ করলে ডলার হলেও বাচাতে পারবেন। চলুন শুরু করা যাক!
১• এখানে ক্লিক করুন আইডি খুলার জন্য। সবসময়ের মত যেভাবে আইডি খুলেন ঐভাবে সব ধাপ পূরণ করুন (আপনার একাউন্টটি নিচের এফিলিয়েট লিঙ্কের মাধ্যমে খুলবে। যেটি দিয়ে আমি নিজে করি। এটার মাধ্যমে ৩-৪ ঘন্টার মধ্য সম্পূর্ণ ভেরিফাইড হওয়ার ৯০ ভাগ নিশ্চয়তা আছে, যদি আপনি সব ডকুমেন্ট ঠিক মত সাবমিট করে থাকেন। নিচে লিঙ্কটি দেয়া হলো চাইলে ফোনে বা পিসিতে নোট করে রাখেন)
https://ewalletbooster.blogspot.com
২• আইডি খুলে যাওয়ার পর একাউন্টে সিকিউরিটির প্রশ্ন গুলো সেট করুন। এবং লগ আউট অপশনে গিয়ে ১২ ডিজিট নাম্বার টি ফোনে নোট করে রাখুন। তারপরে আপনি যে ইমেইল দিয়ে আইডি খুলেছেন ঐ ইমেইল এ লগিন করুন। লগিন হওয়ার পরে নতুন মেইলবক্স খুলে সাবজেক্ট এ লিখুন Account Verification: (নেটেলার ১২ ডিজিট নাম্বার টি)। তারপরে কম্পোস ইমেইলে লিখুন Please try to verify my NETELLER Account. My NETELLER Email is (নেটেলার ইমেইল এড্রেস) And NETELLER Account Number is (নেটেলার ১২ ডিজিট নাম্বার)। এবার আপনার ডকুমেন্টস গুলো আপ্লোড করুন এবং [email protected] এই ইমেইলে পাঠিয়ে দিন। আইডি ভেরিফাইড হয়েগেলে বা রিজেক্ট হয়ে গেলে আপনার কাছে ইমেইল আসবে।
৩• আউডি সম্পূর্ণ ভেরিফাইড হওয়ার পর যদি আপনার একাউন্টটি Silver VIP Status এ আপগ্রেড করতে চান তাহলে আপনার নেটেলার আইডির নাম, ইমেইল এড্রেস, ১২ ডিজিট নাম্বার টি সহ [email protected] এই ইমেইলে পাঠিয়ে দিন।
ব্যাস! কাজ শেষ।
যুক্ত হোন ফেসবুক গ্রুপেঃ- https://facebook.com/groups/380046625821911
ধন্যবাদ!
আমি আব্দুল্লাহ আল মারুফ তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নেটেলাই আইডি ভেরিফাই করে লাভ কি । যে কার্ড বাংলাদেশে চলে না ।