আপনি আপনার জীবনে যখনি কোন না কোন ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকেন। তাহলে আপনি নিশ্চয় হয়তবা উইন্ডোজের অপারেটিং সিস্টেম ব্যবহার করেছেন। তা হতে পারে উইন্ডোজ এক্স পি, উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ১০। কিন্তু আপনাদের মধ্যে বেশির ভাগই বিনা পয়সায় বা কম খরচে এটি ব্যবহার করছেন। যেখানে কি না বাংলাদেশে উইন্ডোজ ১০ হোমের-এর অফিসিয়াল দাম হচ্ছে ১৩, ৯৯৯ টাকা এবং উইন্ডোজ ১০ প্রো-এর দাম হছে ২২, ৯৯৯ টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এত কম খরচে উইন্ডোজ ব্যবহার করি? এর উত্তর হচ্ছে পাইরেসির মাধ্যমে। আমরা ছোট থেকে আজ পর্যন্ত বেশির ভাগই উইন্ডোজের পাইরেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করে আসছি। কিন্তু এখন কথা হচ্ছে মাইক্রোসফট কেন এই পাইরেসি বন্ধ করে না। নাকি মাইক্রোসফটের ওই সক্ষমতা নেই।
মাইক্রোসফটের মালিক বিল গেটস ওয়াশিংটন ইউনিভার্সিটিতে তার এক বক্তিতায় বলে ছিলেন যে, "চীনে প্রতি বছর ৩০ লাখ কম্পিউটার বিক্রি হয়। কিন্তু এর কোনটির অপারেটিং সিস্টেমের জন্য টাকা দেওয়া হয় না। তারা (চীনারা) সবসময় এটা ভাবে যে, কিভাবে সফটওয়্যার চুরি করে ব্যবহার কোড়া যায়। কিন্তু আমরা তাদের চুরি করার এই সুযোগ করে দিচ্ছি। " তার মানে হচ্ছে মাইক্রোসফট নিজেই তাদের সফটওয়্যারের পাইরেসি করার সুযোগ করে দিচ্ছে। মাইক্রোসফট কিন্তু চাইলেই তাদের সিস্টেমকে আরো মজবুদ করতে পারে। যাতে তা পাইরেটেড না হয়। কিন্তু মাইক্রোসফট তা করছে না। আপাতদৃষ্টিতে তা দেখলে মনে হবে এটি মাইক্রোসফটের জন্য একটি বিশাল ক্ষতি। হ্যাঁয়, ক্ষতি তো বটেই। তবে তা শর্ট টাইমের জন্য লং টাইমে মাইক্রোসফটেরই লাভ। কিভাবে?
আমরা যারা এশিয়ার দেশ গুলোতে বাস করি, তাদের বেশির ভাগের ক্ষেত্রে উইন্ডোজ কিনে ব্যবহার করা কঠিন একটি ব্যাপার। তার কারণ হচ্ছে আমদের দেশের ছাত্র-ছাত্রীদের জন্য যেখানে একটি কম্পিউটার কিনাই কঠিন হয়ে দাড়ায় সেখানে তো এত দাম দিয়ে একটি সফটওয়্যার কিনা অসম্ভবই বলা চলে। তাই দেখা যেতো আমরা যদি উইন্ডোজ পাইরেটেড করে ব্যবহার না করতাম। তাহলে আমরা বেশির ভাগ লিনাক্সের মতো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম। যার ফলে কিনা পরবর্তী সময়ে যখন আমরা কোন অফিসে বা কোন ফার্মে কাজ করবো, তখন আমরা সেখানে লিনাক্সকেই ব্যবহার করবো। তার কারণ আমরা তখন লিনাক্স ব্যবহারে অবস্ত হতাম। যার ফলে মাইক্রোসফট তাদের মার্কেট হারাত। কিন্তু যেহুতু বেশির ভাগ লোকেই উইন্ডোজ ব্যবহার করে অবস্ত। তাই আমরা আমদের কাজের ক্ষেত্রেও উইন্ডোজের ডিমান্ড করি। আর এই সুযোগই কাজে লাগায় মাইক্রোসফট। তারা তাদের প্রোডাক্ট গুলোকে অনলাইন ট্র্যাক করে। যার ফলে যদি কোন অফিস বা ফার্ম তাদের প্রোডাক্ট পাইরেসি করে ব্যবহার করে। তাহলে তারা তা বন্ধ করে দেয়। আর তাই কোম্পানি গুলোকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের প্রোডাক্ট কিনে ব্যবহার করতে হয়। কারণ যেহুতু সবাই উইন্ডোজ ব্যবহার করতে পারে। তাই তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে উইন্ডোজ কিনতে হয়। আর এই ভাবে মাইক্রোসফট আয় করে থাকে। একই ফর্মুলা ব্যবহার করে এডোবির মতো কোম্পানি।
আমি সাকিব খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।