একদা গুগলের সার্চ রেজাল্টে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আজ সকালে টেকটিউনসের একটি টিউন লিখতে গিয়ে একটি বাংলা বানান চেক করার প্রয়োজন পড়ে। তো আমি ইংরেজি বানানের পাশাপাশি বাংলা বানানগুলোও গুগল সার্চের সাহায্যে চেক করে নেই। তো যেই ভাবা সেই কাজ। তো গুগলে সার্চ দিলাম “টেকটিউনস” লিখে। বানানের সঠিকতা যাচাই করতে গিয়ে টেকটিউনস সাইটের নিচে প্রথম প্যারাগ্রাফটা পড়ে সকাল বেলা বড়ই মজা পেলাম হাহাহাহাহা:

বিশ্বের বৃহত্তম বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্মের নাম যদি গুগলে লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই এগুলো আসে তাহলে হাসবো না কাঁদবো সেটা বুঝতে পারছি না। যে ভাইটা এই সকল কথা কোনো টিউনে লিখেছে তাকে জানাই স্যালুট; সকাল বেলা বিনোদন দেওয়া জন্য! হাহাহাহা :p

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, হাসি করুন আর কান্না করুন তবে সত্যটা কিন্তু এইটাই ১০০% প্রুফড ট্রুথ!
তবে দেখলেন তো SEO তে কিনা পসিবল আউটসোর্সিং হতে হ্যাকিং…হা হা হা হা
যেমন এমনি SEO হতে একদল এন্টি ইন্ডিয়ান কামিনা লিখলেই একসময় গুগলে ইন্ডিয়া কান্ট্রি শো করতো!

হুমম আর ঐ ভদ্রলোক বোধহয় এতোটা বুঝে টিউন/স্ট্যাটাস আপ করেনি

bay vakka kibabe karbo? amak sakhan plase