এটা কোন সহায়তা করার ফোরাম নয় কিন্তু হেল্প সেকশন যেহেতু আছে তাই একটা বিষয়ের এক্সপ্লেইন বা ব্যাখ্যা খুঁজে না পাওয়ার জন্যই টিউন করা; তামাশা নয় বরং আদতে লজিকাল কিছুই আশা করবো প্লিজ।
আমি ২০১৮ সনে এসএসসি পরীক্ষার দিই এবং ৪র্থ এক্সামের সময় আমার ফুপি ইন্তেকাল করেন(আম্মার অভাব তিনিই আমাকে পুষিয়ে দিয়েছিলেন ছোট কাল হতে) তবুও পরিবার বিশেষ বাবার মোটিভেশন আর অনেকটা জোর করায় বাকি পরীক্ষাগুলো দিই। মোটামুটি আমি খুব খারাপ স্টুডেন্ট না হলেও পরীক্ষাগুলা যে আমার মনের মতো এক্সিকিউশন হয়নি সেটা নিশ্চিত ছিলাম ফলাফল আমার রেজাল্ট আটকে যায় ৪.৮৮ এ যেখান ২টা সাবজেক্ট মাইনাস হয়ে যায়।
এরপর কোন একসময় ইন্টারনেটে একটা সাধারন ব্লগসাইটে রেজাল্ট পরিবর্তনের এডভারটাইজমেন্ট দেখি এবং খেয়াল বশত নক করি (আমি ফেসবুক সহ নিউজ মিডিয়া হতে নিশ্চিত ছিলামই যে এগুলা ফেইক তাই সিরিয়াস হয়নি মোটেই) তারা ইমেইলে আমাকে রোল, রেজি ইত্যাদি জানতে চাইলে রিপ্লাইও করি। এরপর আর ইমেইলের বিষয়টা মাথাতে ছিলো না তাই নিয়মিত চেক না করায় গত পরশুদিন চেক করে দেখি তারা বলছে "আপনার রেজাল্ট পরিবর্তন করা হয়েছে এবং A+ করা হয়েছে" অনলাইনে চেক করে এর সত্যতা দেখে অনেকটাই অবাক হয় সত্যিই আমার A+ হয়েছে এবং মেসেজ করেও দেখি সেইম রেজাল্ট A+ শো করছে তবে স্কুলে এখনো এমন কিছু জানতে পারলাম না স্ক্রিনশট→
উল্লেখ্য আমি কোন প্রকার খাতা চ্যালেঞ্জ করিনি এবং বিষয়টা আমি সংশোধনী রেজাল্ট এর আগেই চেক করি গত পরশুদিন।
তাহলে এটা কিভাবে পসিবল?
দয়া করে একটু এক্সপ্লেইন করবেন প্লিজ?
(১) লিংকটি ছিলো→ http://educationresultchangebd.blogspot.com/2018/05/resultchange.html?m=1
(২) এতে কি ভবিষ্যতে প্রবলেম হবে)
(৩) ঐ এড্রেসে ১০+ নক করেও আর কোন রেসপন্স পাইনি
(৪) এটা কি প্যারানরমাল কিছু যেমন ফুপির দোয়া কিংবা অন্যকিছু (মাফ করবেন এটা বলার জন্য)।
এডমিন প্যানেলের রুলস মেনেই টিউন করলাম এবং সহায়তা চাইলাম।
ধন্যবাদ
আমি মোহাম্মাদ মনিরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।