টেকটিউনস স্প্যাম করতে করতে যারা কির্বোড এর তলা খুলায়ে ফেলতেসেন, তাদের কোন লাভ নাই। স্প্যাম টিউন টেকটিউনসের নতুন সিস্টেমে এখন নেগেটিভ Rank পায়। যদি বেশি ইচ্ছা থাকে, হয় হাই কোয়ালিটি টিউন করুন না হয় আমার মত টেকটিউনস AD Credit কিনে নিন আর নিজের টিউন বুস্ট করুন ইচ্ছা মত। এমনেই Rank হবে! ২০ হাজার টাকার/২৫০ ডলারের ক্রেডিট কিনে নিছি। ধুমায়ে টিউন বুস্ট করি। এই টিউনও বুস্ট দিসি!
আমি শফিউল আজম। Chief Software Architect, Interactive Inc., New Work। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 425 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 47 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি ইন্টারনেট খাই, ইন্টারনেটে থাকি, ইন্টারনেটে ঘুমাই আর ইন্টারনেটই স্বপ্ন দেখি।
ভাই যদি বুস্ট দিয়েই থাকেন তবে ৭ ঘন্টায় টিউন ভিউ কেন মাত্র ৫০+
আর আপনি তো টিটিসির একজন সিনিয়র টিউনার আপনার নিকট হতে আরো ভালো ভালো মানসম্মত এবং শিক্ষনীয় ও তথ্যপূর্ণ টিউন আশা করি।
উল্লেখ্য আপনি যদি এতোটাই টিউন Rank এর বিষয়ে কথা বলেন তবে এটা অবশ্যই টিটিসির জন্য প্রশংসনীয় উদ্দ্যোগ।
তবে Everything is relative তাই হ্যাক করা পসিবল।
আপনি যদি ১টি টিউন ১ বার ভিউ করতে ৫ সেকেন্ডে টোটাল জেনারেটড টিউন ভিউ ৭টা হয় তবে বেনিফিশিয়ারি টিউন ভিউ ৭-১=৬ টি অর্থাৎ ১ মিনিটে আলট্রা জেনরেট হয় ৩৬ টা আর ৬০ মিনিট বা ১ ঘন্টাতে পসিবল ২১৬০ যদিও সময়ের সাথে সাথে তা কমতে থাকবে।
যেহেতু টিউন ভিউ এন্টি রোবটিক তাই এটাও একটা প্রোগামিং হতে করা পসিবল।
যাই হইক আসল কথা হচ্ছিলো যে, ভালো থাকবেন ভাইয়া, হুমম?