বাঙলা লায়ন এর উ্পর মেজাজটা খুব খারাপ হয়ে রইছে। ওরা সারা বিশ্বে প্রচার করল পহেলা জুন হতে তারা Wimax নিয়ে আসছে।আর এখন এদের কোন খবরই নেই ।২৭ ই মে এদের ওয়েবে দেখলাম ১লা জুন হতে এরা আসছে এই লেখাটা মুছে দিয়েছে তখনই বুঝলাম জনপ্রিয় কোন নাটক শুরু হচ্ছে (অ্যাড বেশী নাটক কম)।তবুও আশা নিয়ে আছে খুব তাড়াতাড়ি আসবে ............... আপনারা কেউ কিছু জানলে দয়া করে জানান
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
wimax নিয়ে এত লাফালাফি করে কোন লাভ হবে না।এটি কখনোই Broadband এর ধারে কাছে আসতে পারবে না। কারন আমার জানামতে পৃথিবীর কোথা ও wimax সফলতা লাভ করতে পারেনি। ইন্টারনেটের উচ্চ দামের জন্য সরকার দায়ী। প্রতি mbps এর মুল্য 32,000/- টাকা, সে হিসেবে 128kbps এর মুল্য দাড়ায় 4000/-
Bangladesh is a country where everything can possible.Corruption, cheating,……………….Everything.
@ মুন্না, মাজেদা নেটওয়ার্ক-এর কোন ঠিক নাই, রাইত-বিরাতে ফোন করা লাগে লাইন ঠিক করে দেয়ার জন্য ( এইটা অবশ্য আপনেই বলছেন) 😉
ভাই মামুন, আমিও এটা নিয়ে অনেক আশাবাদি….একাধিকবার ফোন করেছি তবুও জানতে পারিনি……….
2 জুন দুপুর 12 টার দিকে Banglalion এর Helpline এ কল করেছিলাম।
এক লোক ঘুমু ঘুমু স্বরে জবাব দিল ভাই পরে কল দেন।
wimax নিয়ে জানতে চাওয়া মাত্র বলে উঠল ভাই আরো কয়েক মাস দেরি হবে ।
তবে কথাটা শুনে মনে হল এই কয়েকমাস মানে প্রায় 1 বছর।
কথাগুলো শুনে হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার ছিলনা।
এই হল ওয়াইম্যাক্স
এই হল ডিজিটাল বাংলাদেশ।
মেজাজ খারাপ করে লাভ নাই। আরো এক বছর লাগব