দয়া করে যারা এইখানে দেওয়া বিষয়ের কাজের প্রফেশনাল কাজ করেন, আপনারা দয়া করে এর উওর দিন। এবং আপনার সার্ভিজ চার্জ সহ। জিনিসপত্র বাহির থেকে আমদানি করা হবে, আর যদি দেশের ভালো রেট পাওয়া যায় তাহলে প্লিজ জানাবেন। তাহলে শুরু করি। কেউ প্লিজ খারাপ টিউমেন্ট করবেন না, এই গুলোর কিছু আমি করেছি, এখন আমি সব গুলো এক প্ল্যাট ফর্মে স্থায়ি ভাবে করতে চাচ্ছি। যদি বাংলাদেশ এর স্যাটেলাইট এর ইন্টারনেট এর সেবা ২০০mbps এ পাই তাহলে দেশে স্থায়িভাবে করতে চাই। না হয় এবছরের মধ্যে ৪০০-৬০০ এমবিপিএস লাইন আমার এখানে চালু হতে যাচ্ছে অইখানে বছর পাচ এর জন্য রাখবো।
১: একটি ২০০ টেরা প্লাস(+) ন্যাস
স্টোরেজ লাগে যেখানে সর্বোচ্চ র্যাম এবং সর্বোচ্চ সিপিউ প্রসেসর ব্যবহার করে। যেমন:৬৪/১২৮ জিবি র্যাম +সর্বশেষ শক্তির প্রসেসর লাগবে। xeon এর সর্বশেষ প্রসেসর দিয়ে
এটা আলাদা শিতাতপ রুমে থাকবে হাইস্পিড ইন্টারনেট কানেকশন এর সাথে। পরবর্তী তে আরো ১ পিটা বাইট এর পরিকল্পনা নিয়ে।
২. এই স্টোরেজ বাসায় এবং কিছু কাজের জন্য ব্যবহার করা হবে। হোম নেটওয়ার্কিং এর মাধ্যমে। যাতে ফাইল ট্রান্সফার রেট সবচেয়ে বেশি হয়।
৩: এই স্টোরেজ যেন ইন্টারনেট এর মাধ্যমে যে কোন জায়গা থেকে ব্যবহার করা যায়। এবং এই স্টোরেজ কি একটি রুমের ১০-১২ টি কম্পিউটার এ কি ব্যবহার করা যাবে ক্যাবলের মাধ্যমে।
৪: এই স্টোরেজ এর ফাইল অ্যাডমিন এর অনুমতি ছাড়া কপি, ডিলিট, মুভ করা যাবে না, এইভাবে কি করা যাবে?
৫:এই স্টোরেজ ডাটা/ ফাইল কিছু নির্দিস্ট সফটওয়্যার ছাড়া যাতে অন্য ইউজার/পিসি কপি বা ব্যবহার না করতে পারে, সেই ব্যবস্থা কি আছে?
৬: এই স্টোরেজ কি কেউ অন্য দেশ থেকে ফাইল আপলোড করতে পারবে?
এবং কোন ইউজার যখন আপলোড করবে তা ৭২ ঘন্টা টেম্পোরারি আপলোড হিসেবে গন্য হবে অ্যাডমিন অনুমতি দেওয়া পর্যন্ত এবং পরে তা অটো ডিলিট হয়ে যাবে। এভাবে কি এই স্টোরেজ টা কনফিগার করা যাবে।
৭: এই স্টোরেজ এর ফাইল কি কোন এক ওয়েব সাইট এর জন্য ব্যবহার করা যাবে? যেমন একটি সাইটে কোন একটি ফাইল শেয়ার করা হলো, এবং নির্দিষ্ট ইউজার সে ফাইল এর ডাউনলোড লিংক পেয়ে ডাউনলোড করলো। >৭>১> যদি এই রকম না করা যায় অই স্টোরেজ সার্ভার থেকে, তাহলে কি একটি আলাদা সার্ভার করা যায় কি?, যেটা নিচে বর্ণিত এই ভাবে হবে :- >৭>২> যেখানে কোন একটি নির্দিষ্ট ওয়েবসাইট ফাইল গুলো শেয়ার বা অই ওয়েব সাইট থেকে ফাইল আপলোড হবে আমার স্টোরেজ সার্ভারে। যেমন কোন সাব অ্যাডমিন তার পিসি থেকে ফাইল আপলোড করবে ওই নির্দিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে, এবং তা আপলোড হবে এই স্টোরেজ এ। >৭>৩> এবং তা অই ওয়েব সাইটের নির্দিষ্ট ব্যবহার কারি ২৪ ঘন্টার জন্য একটি লিংক পাবে তার সিলেক্ট করা ফাইল ডাউনলোড এর জন্য। >৭>৪> এবং ২৪ ঘন্টা পর অই লিংক আর কাজ করবে না। পরে অই আইপির জন্য নতুন লিংক জেনারেট হবে, যদি সে ২৪ ঘন্টা পার করে। >৭>৫> কোন শেয়ারকৃত ফাইল/ডাটা ডাউনলোড লিংক শুধু মাঐ অই আইপি এর জন্য ২৪ ঘন্টার প্রযোজ্য হবে এবং তা অন্য কোন ম্যাক বা আইপি এর জন্য প্রযোজ্য হবে না। এইভাবে কি করা যায়? >৭>৬> যদি এই সার্ভার উপরে বর্ণিত ভাবে হয়, তাহলে এর সিকিউরিটি এর জন্য কি করা লাগবে, যাতে কেউ হ্যাক অথবা ডিলিট বা ভাইরাস দিয়ে সার্ভার নষ্ট করতে পারে। >৭>৭> যদি কোন হার্ডডিস্ক নষ্ট বা পুড়ে যায় তাহলে কি এই সার্ভার এর ডাটা কি রিকোভারি করা যাবে। >৭>৮> যদি এই সিস্টেম পুরোটা করা যায় তাহলে ওয়েবসাইট স্ক্রিপ্ট এ কি অ্যাড করা লাগবে?
৮: এইটা কি সম্ভব যে এই গুলা (উপরে ৭ নং এর সব) একসাথে একই স্টোরেজ সার্ভার এ ব্যবহার করা যাবে বিশেষ কোন সফটওয়্যার দিয়ে।
৯: যদি আলদা আলাদা করা লাগে কোন সমস্যা নেই। 🙂
১০: যদি এই নাস সার্ভারে প্রতি স্লটে মিনিমাম ১০ টেরা করে হার্ডডিস্ক লাগানো যায় তাহলে সর্বোচ্চ কতগুলো হার্ড ডিস্ক একসাথে একটি নাস পিসিতে অ্যাড করা যাবে। এবং তার সাথে কি সর্বোচ্চ র্যাম ব্যবহার করা যাবে?
১১: যদি এই নাস পিসির ফাইল নস্ট বা কোন হার্ডডিস্ক যদি ক্যাশ করে তাহলে কি সব গুলো হার্ডডিস্ক এর ফাইল খারাপ হবে? যদি হয়ে যায় তাহলে এর উপায় কি?
১২: যদি এই সার্ভার বানানো যায় তাহলে অই সার্ভার দিয়ে কাজ করতে আলাদা ডেস্কটপ কম্পিউটার এর রিকুমেন্ট কি হবে মিনিমাম?
১৩: এই আলাদা কম্পিউটার গুলো কি উইন্ডোজ হবে নাকি লিনাক্স বা অন্য কোন বিশেষিত সফটওয়্যার?
১৪: এই নাস পিসি নির্দিষ্ট রুমে রাখার পর যে সব কম্পিউটার এ কানেকশন দেওয়া হবে, অই কম্পিউটার গুলো কি একই উইন্ডোজ দিয়ে আলাদা আলাদা ইউজার অ্যাকাউন্ট করা যায় কি?
১৫: অইসব কম্পিউটার গুলোর সফটওয়্যার ইন্সটল এবং পোর্ট অ্যাক্সেস কি লিমিট করা যাবে অ্যাডমিন এর রুল অনুযায়ি।
১৬: অইসব কম্পিউটার গুলোর সিকিউরিটি এর জন্য কি ব্যবস্থা নিতে হবে?
১৭: আমি কি পারবো ভিপিএস এর মত নিজে একটি ডেস্কটপ বা সার্ভার পিসি বানাতে যেখানে থাকবে ২০০ এমবিপিএস এর ইন্টানেট কানেশন সহ আমার নির্দিষ্ট কিছু ব্যবহার কারি, যেখানে আমার নাস পিসির স্টোরেজ অ্যাক্সেস করতে পারবে, যেমনটা VPS এ করা যায়?
১৮: কিভাবে একটি ভিপিএস VPS সার্ভার করা যায় এবং এর খরচ কত?
১৯: উপরে বর্নিত যদি সব গুলো করা যায় তাহলে সর্ব শেষ কত খরচ পড়বে? আমি আসলে একটি প্ল্যান নিয়েছি যেখানে কিছু এক্সপার্ট একসাথে কাজ করবেন কিছু বিষয় এর উপর (প্রকাশ করতে অনিইচ্ছুক), যার জন্য আমার এই রিকোয়মেন্ট গুলো লাগে মিনিমাম।
আমি মাহফুজ উল্লাহ জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একটি সময় ছিলো কিছু খুজতে টেক টিউনে খুজতাম।এখন ফালতু সাইটের অভাব নেই।বাট টেক টিউন তার আগেইরই মত গুণাগুণবোধ ধরে রেখেছে।