কেমন আছেন সবাই.?
আশা করি ভালো আছেন!
আপনারা যারা Android মোবাইল ব্যবহার করেন তারা মোবাইলের মেমোরি কার্ডে দেখবেন একটা ফোল্ডার থাকে LOST.DIR নাম এর!
এই ফোল্ডারটা ডিলেট করে দেওয়ার পর আপনি আবার যদি আপনার মোবাইলটি রিবুট দেন তাহলে আবার দেখবেন ওই ফোল্ডারটা আবার ক্রিয়েট হয়ে গেছে!
আপনারা হয়তো জানেন না যে এটা কেন থাকে বা এটার কাজ কি বা এটা ডিলেট করলে কোনো সমস্যা হবে কিনা?
আজকে আমি এই ফোল্ডারটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো!
তো চলুন শুরু করি
অনেক সময় আমরা কিছু ডাউনলোড করা অবস্থায় মোবাইল অফ হয়ে গেলে বা মেমোরিতে সমস্যা হলে পরবর্তীতে ওই ফাইলটা পাওয়া যায় না!
বা অনেক সময় কোনো ফাইল শেয়ার করা অবস্থায় যদি একই সমস্যার কারনে ফাইলটা পাওয়া না যায়!
বা কখনও ফাইল কাট/মুভ করতে গেলে একই সমস্যার কারনে ফাইল হারিয়ে যেতে পারে!
আর তখন আমরা ডিলেট না করলেও ফাইল গুলো হারিয়ে যায়!
আর ঠিক তখন এই ফোল্ডারটা কাজ করে!
তখন আমরা যদি কোনো রিকভারি অ্যাপ দিয়ে ফাইল গুলো রিকভারি করতে যাই তখন ওই ফাইল গুলো LOST.DIR নাম এর ফোল্ডার টায় পাওয়া যাবে!
আসলে মুলত এটাই এই ফোল্ডারটার কাজ!
আর এই ফোল্ডারটা ডিলেট করলে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু ওইভাবে যদি কোনো ফাইল হারিয়ে যাওয়ার পর LOST.DIR ফোল্ডারটা ডিলেট করে দেন তাহলে রিকভারি করতে গেলেও ওই ফাইলটা পাবেন না!
আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি দেখে নিতে পারেন!
ভিডিও লিংক : এখানে ক্লিক করে ভিডিও দেখুন
ধন্যবাদ সবাইকে সময় নস্ট করে টিউন টি পড়ার জন্য!
আমি সায়েদুল ইসলাম রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কপি পোস্ট,,,,,,,,
https://trickbd.com/uncategorized/473016