Fake? তাও আবার অ্যান্টিভাইরাস? কিভাবে?
হ্যা অ্যান্টিভাইরাস ও ফেক হয়। আর এই ফেক অ্যান্টিভাইরাস গুলো প্রচন্ড ক্ষতিকর আমাদের কম্পিউটার এর জন্য। ক্ষতিকর ভাইরাস থেকে বাচাতে কম্পিউটার এ যে অ্যান্টিভাইরাস টি ব্যবহার করছেন সেটিই যদি ক্ষতিকর হয় আর একটি গুপ্ত ভাইরাস হয় তবে সেটি কতটা ভয় ও ক্ষতির কারন সেটি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন।
ইন্টারনেট এ বিভিন্ন ওয়েবসাইট এ ব্রাউজ করার সময় অনেক রকমের বিজ্ঞাপণ ইচ্ছায়/অনিচ্ছায় দেখতে হয়। আর এসব বিজ্ঞাপণের মধ্যে আছে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস এর বিজ্ঞাপণ, অনেক সময় থাকে “আপনার কম্পিউটার স্লো, একটি দ্রুতগতি সম্পন্ন করুন” এই ধরনের চটকদার বিজ্ঞাপণ। কয়েকটি নামকরা অ্যান্টিভাইরাস ছাড়া এসব বিজ্ঞাপণের বেশির ভাগ বিজ্ঞাপণের অ্যান্টিভাইরাস গুলোই নকল বা ফেক। এগুলো অ্যান্টিভাইরাস এর নামে ভাইরাস।
এসব অ্যান্টিভাইরাস আপনাকে ছোট খাট কিছু ভাইরাস ধরে দেখাবে এটি কার্যকরী, কিন্তু ভেতরে ভেতরে এটি নিজেই কাজ করবে ভাইরাস এর মত। আপনার ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ফাস, বিভিন্ন পাসওয়ার্ড ও তথ্য থার্ড পার্টির কাছে হস্তান্তর, আপনার অজান্তে আরও ক্ষতিকর কন্টেন্ট ডাউনলোড করা ছাড়াও ভাইরাস হিসাবে চিহ্নিত করে আপনার প্রয়োজনীয় ফাইল করাপ্ট ও ডিলিট করে দেয় ধরনের অ্যান্টিভাইরাস গুলো।
তাই প্রসিদ্ধ কিছু প্রতিষ্ঠানের ফ্রী অ্যান্টিভাইরাস গুলোও এধরনের ফেক অ্যান্টিভাইরাস গুলোর প্রিমিয়াম ও প্রফেশনাল ভার্সন এর চেয়ে হাজার গুনে ভাল।
এ ধরনের ৩০০+ ফেক অ্যান্টিভাইরাস এর নাম আপনাদের দিচ্ছি যাতে এদের হাত থেকে অন্তত বেচে থাকতে পারেন। তার আগে কয়েকটি প্রসিদ্ধ ও কার্যকরী অ্যান্টিভাইরাস এর নাম বলে দিচ্ছি। প্রয়োজনে এসব অ্যান্টিভাইরাস এর ফ্রী ভার্সন ব্যবহার করবেন তবুও ওই সকল ফেক অ্যান্টিভাইরাস ব্যবহার থেকে দূরে থাকুন।
প্রসিদ্ধ ও কার্যকরী প্রথম সারির পাচটি অ্যান্টিভাইরাস
এবার দেখুন ফেক অ্যান্টিভাইরাস এর বিশাল তালিকা। প্রায় ৩০০+ ফেক অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাস নামের ভাইরাসের লম্বা তালিকা
আমি আহাম্মাদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।