এক নজরে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন ভিডিও সহ

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন
এক নজরে বঙ্গবন্ধু স্যাটেলাইট
নির্মাণকারী প্রতিষ্ঠানফ্যান্সের থ্যালেস এলিনিয়া স্পেস ফ্যাসিলিটি।
ওজন৩.৭ টন।
উৎক্ষেপন স্থলযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড।
উৎক্ষেপন প্রক্রিয়াদুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে- লঞ্চ & অরবিট ফেইস (LEOP);

দ্বিতীয় ধাপে- স্যাটেলাইট ইন অরবিট টেস্ট।

LEOP ধাপে ১০ দিন এবং পরের ধাপে ২০ দিন সময় লাগবে।

উৎক্ষেপনকারী প্রতিষ্ঠানযুক্তরাষ্ট্রের বেসরকারী মহাকাশ অনুসন্ধ্যান ও প্রযুক্তি কোম্পানী “স্পেসএক্স”।
বঙ্গবন্ধু স্যাটেলাইট বহকারীরকেট: ফ্যালকন-৯
গন্তব্যউৎক্ষেপনস্থল থেকে মহাকাশে ৩৬ হাজার কিলোমিটার।
গন্তব্যে পৌছাতে সময় লাগবে৮দিন
বাংলাদেশে গ্রাউন্ড স্টেশনগাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটি জেলার বেতবুনিয়ায়।
কক্ষপথ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল স্লট।
ট্রান্সপন্ডার সংখ্যামোট ৪০ টি ট্রান্সপন্ডার থাকবে। যার ২০ টি বাংলাদেশে ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকি গুলো ভাড়া দেওয়া হবে।
বঙ্গবন্ধূ স্যাটেলাইটের আওতায় আসবেসার্কভুক্ত ৮টি দেশসহ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মায়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের অংশবিশেষ।
নিজস্ব স্যাটেলাইটের মালিকবিশ্বের ৫৭ তম দেশ হিসেবে।
মেয়াদ১৫ বছর।
গন্তব্যে পৌছাতে সময় লাগবে৮দিন
তথ্য সূত্রঃ কারেন্ট নিউজ ম্যাগ্যাজিন, মে ২০১৮ ও ইন্টারনেট।

আরো বিস্তারিত নিচের ভিডিও তে দেখুন।  https://www.youtube.com/watch?v=MFegB16Wlgo

Level 3

আমি মোঃ রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার, গ্রাফিক্স, ওয়েব, এ্যাপস ডিজাইনার ও ডেভলপার, লেখক,অভিনেতা ও পরিচালক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস