ওয়েব ডেপালাপমেন্ট করতে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ওয়েব ডেপালাপমেন্ট করতে চাই আমরা অনেকেই। কিন্তু সব উপকরন আমরা হাতের কাছে পাইনা.যেমন আমরা একটা প্রথমের একটা সমস্যার নাম হলো, যে কিভাবে আর কোথায় কোড লিখবো। আর কোথায় কোড গুলো রাখবো। আর সি প্যানেল কি। মূলত এই সমস্যাগুলো হয় আমাদের কিছু সীমাবদ্ধতার কারনে। যেমন আমি বলি, আমি যখন ওয়েবপেইজ প্থম বানালাম তারপর ইন্টারনেট এ পাবলিস করবো তখন কিভাবে করব তা জানি না। এরপর এক বড় ভাই আমাকে ওনার সি প্যানেলর এবং সাবডোমেইন শেয়ার করে। তারপর আমি আমার প্রথম ওয়েবপেইজ পাবলিশ করি।
আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন তখন কোন ভালো ওয়েব সাইটের সি প্যানেল আপনাকে দিবে না। আর হোস্ট +ডোমেইন কিনতে প্রচুর টাকা লাগে। তাই আমরা কি করি ফ্রি হোস্টিং নেই। পরে দেখা যায় কি তাদের এড দেখতে দেখতে আামাদের আগ্রহ নষ্ট হয়ে যযায়এবং তাদের বেশিরভাগ ফিচার প্রিমিয়াম। এ সমস্যা সমাধান করতে পারলে হয়ত আমাদের দেশে অনেক ডেভেলাপার তৈরি হতো। এ সমস্যা একা সমাধান কেউ পারবেনা। সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যারা নতুন তারা যদি একসাথে হয়ে কাজ করে তাহলেই সমস্যাটা অনেক কমে যাবে। ধরুন আপনি ওয়েব ডেভেলাপ মেন্ট শিখছেন। এখন আপনার ডোমেইন সি প্যানেল আর ডোমেইন এর দরকার হলো। আর আপনার একা এতগুলো টাকা খরচ করতে পারবেননা। এক্ষেত্রে আপনি আরেক জনের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি ১০জনের সাথে শেয়ার করতে পারেন তাহলে খরচ টা অনেক কমে যাবে।
আর এই সমাধান করার জন্য আমি একটি উদ্যেগ নিয়েছি। আশাকরি তাহলে আমাদের একটা বড় তথ্য ভান্ডার হচ্ছে। যারা নতুন তারা এই বিষয়ে একমত তারা আমার সাথে যোগাযোগ করতে আমাকে ইমেইল([email protected]) করতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই। ধন্যবাদ

Level 0

আমি অসফল প্রোগ্রামার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস