বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। উৎক্ষেপণকারী সংস্থা স্পেসএক্স জানিয়েছে, এরই মধ্যে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছেছে।
শুক্রবার দিবাগত ২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে অত্যাধুনিক রকেট ফ্যালকন ৯ ব্লক ৫ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-কে নিয়ে কক্ষপথের উদ্দেশে রওনা হয়।
এদিকে, পৃথিবীর কক্ষপথে আবর্তনশীল বা ঘূর্ণায়মান হাজারো স্যাটেলাইটের গতিবিধি ও অবস্থান শনাক্তকারী সংস্থা এন২ওয়াইও ডটকম (http://www.n2yo.com) জানাচ্ছে, তারা ৫৯টি দেশের স্যাটেলাইট গতিবিধি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছে। এর বাইরে কয়েকটি সংগঠন বা সংস্থা যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, আরব স্যাটেলাইট কমিউনিকেশনস অর্গানাইজেশন, এশিয়া স্যাটেলাইট টেলিকমিউনিকেশন কোম্পানি, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর দ্য এক্সপ্লয়টেশন অব মেটেওরলোজিক্যাল স্যাটেলাইটস, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনেরর স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘুরছে।
এন২ওয়াইও ডটকম জানাচ্ছে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে থাকা মোট ১৯ হাজার ১৫৯টি অবজেক্ট বা বস্তুর গতিবিধি তারা পর্যবেক্ষণ করছে।
এর বাইরে বাংলাদেশ ছাড়া এককভাবে ৫৯টি দেশের কথা উল্লেখ করা হয়েছে, যাদের এক বা একাধিক স্যাটেলাইট কক্ষপথে রয়েছে। এন২ওয়াইও ডটকম এসব দেশের নাম উল্লেখ করেছে। নিচে সেগুলো তুলে দেওয়া হলো :
(বন্ধনীর মধ্যে সংশ্লিস্ট দেশের স্যাটেলাইটের সংখ্যা উল্লেখ করা হয়েছে)
১. আলজেরিয়া (৬)
২. আর্জেন্টিনা (১৮)
৩. অস্ট্রেলিয়া (২১)
৪. আজারবাইজান (১)
৫. বেলারুশ (২)
৬. বলিভিয়া (১)
৭. ব্রাজিল (১৭)
৮. বুলগেরিয়া (১)
৯. কানাডা (৪৮)
১০. চিলি (৩)
১১. রাশিয়া (১৫০৪)
১২. চেক রিপাবলিক (২)
১৩. ডেনমার্ক (৯)
১৪. ইকুয়েডর (২)
১৫. মিসর (৫)
১৬. এস্তোনিয়া (১)
১৭. ফ্রান্স (৬৮)
১৮. জার্মানি (৫২)
১৯. গ্রিস (৪)
২০. ভারত (৮৮)
২১. ইন্দোনেশিয়া (১৬)
২২. ইরাক (১)
২৩. ইরান (১)
২৪. ইসরায়েল (১৭)
২৫. ইতালি (২৭)
২৬. জাপান (১৭২)
২৭. কাজাখস্তান (৬)
২৮. লাউস (১)
২৯. লাটভিয়া (১)
৩০. লিথুয়ানিয়া (১)
৩১. লুক্সেমবার্গ (৪)
৩২. মালয়েশিয়া (৭)
৩৩. মেক্সিকো (১২)
৩৪. মরক্কো (১)
৩৫. নেদারল্যান্ডস (৬)
৩৬. নাইজেরিয়া (৬)
৩৭. উত্তর কোরিয়া (২)
৩৮. নরওয়ে (৮)
৩৯. পাকিস্তান (৩)
৪০. চীন (২৯৮)
৪১. পেরু (১)
৪২. ফিলিপাইন (২)
৪৩. পোল্যান্ড (২)
৪৪. পর্তুগাল (২)
৪৫. সৌদি আরব (১৩)
৪৬. সিঙ্গাপুর (৯)
৪৭. স্লোভাকিয়া (১)
৪৮. দক্ষিণ আফ্রিকা (৬)
৪৯. দক্ষিণ কোরিয়া (২৪)
৫০. স্পেন (২৩)
৫১. সুইডেন (১২)
৫২. থাইল্যান্ড (৯)
৫৩. তুরস্ক (১৪)
৫৪. সংযুক্ত আরব আমিরাত (৯)
৫৫. যুক্তরাজ্য (৪২)
৫৬. যুক্তরাষ্ট্র (১৬১৬)
৫৭. উরুগুয়ে (১)
৫৮. ভেনেজুয়েলা (৩)
৫৯. ভিয়েতনাম (৩)
ভালো lagle joss করুন
আমি আহাম্মাদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।