পিসির ইন্টারনেট মোবাইল এ ব্যবহার করার চমৎকার আইডিয়া

আমরা প্রায় সকলেই পিসিতে ইন্টারনেট ব্যবহার করি. কিন্তু wifi না থাকার কারণে মোবাইল এ ইন্টারনেট চালাতে পারি না. পিসির ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল এ ব্যবহার করা যেতে পারে.পিসিতে wifi লাগানো থাকলে এই পদ্ধতি কাজ করবে.এ বেপারে অনেকেই জানে না. তাই আজ আমি এ বিষয়ে আলোচনা করবো. পিসির ইন্টারনেট মোবাইল এ ব্যবহার করার জন্য-

১. প্রথমে এই লিংক থেকে Connectify নামক সফটওয়্যার টি ডাউনলোড করুন.
২. ডাউনলোড করার পর সেটি ইনস্টল করুন
৩. ইনস্টল শেষে পিসি রিস্টার্ট করুন এবং পিসি চালু হলে পুনরায় সফটওয়্যার টি ওপেন করুন
৪.Try it out ক্লিক করার পর আবার Get started with lite এ ক্লিক করুন
৫. Internet to share অপসন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন
৬.এরপর Network Access অপসন থেকে Routed সিলেক্ট করুন
৭.Hotspot Name এ যেকোনো একটি নাম টাইপ করুন এবং একটি নতুন পাসওয়ার্ড দিন
৮.এরপর share hotspot এ ক্লিক করুন
৯. আপনার মোবাইল এ সেটিংস থেকে wifi চালু করে পিসির wifi এর সাথে কানেক্ট করে ইন্টারনেট চালানো শুরু করে দিন

Level 0

আমি শরীফুর রহমান ইরফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস